Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার সামনে ১৭১ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলো রাজশাহী


১৭ জানুয়ারি ২০২০ ২১:১৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৩:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে প্রথম শিরোপার লড়াইয়ে খুলনা টাইগার্সকে ১৭১ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে রাজশাহী রয়্যালস। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের খরচায় রাজশাহীর সংগ্রহ ১৭০ রান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠান খুলনা দলপতি মুশফিকুর রহিম। ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানেই সাজঘরে ফিরে আসেন ওপেনার আফিফ হোসেন।

এরপর লিটন দাসকে সাথে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ইরফান শুক্কুর। দলীয় ৬৩ রানে ২৮ বলে ২৫ রান করা লিটন দাসকে ফেরান শাহিদুল ইসলাম।

রাজশাহীর শিবিরে তৃতীয় আঘাত হানেন ফ্রাইলিঙ্ক। শোয়েব মালিককে ৯ রানে ফিরিয়ে দেন এই পেসার।

বিজ্ঞাপন

এত আসা যাওয়ার মাঝে উইকেটে অবিচল ছিলেন ইরফান শুক্কুর। দলকে এগিয়ে নেবার সাথে সাথে তুলে নেন বিপিএলে নিজের প্রথম অর্ধশতক। দলীয় ৯৯ রানে তাঁকে সাজঘরে ফেরান মোহাম্মদ আমির।

এরপর মোহাম্মদ নেওয়াজকে সাথে নিয়ে খুলনার বোলারদের উপর স্টিম রোলার চালাতে থাকেন আন্দ্রে রাসেল। তাঁর অপরাজিত ১৬ বলে ২২ এবং নেওয়াজের ২০ বলে করা ৪১ রানে ভর দিয়ে খুলনার দিকে ১৭১ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেয় রাজশাহী।

খুলনার হয়ে ৩৫ রানের খরচায় দুই উইকেট পান মোহাম্মদ আমির।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর