মুশফিকের চিঠি গ্রহন করেছে বিসিবি, যাচ্ছেন না পাকিস্তানে
১৭ জানুয়ারি ২০২০ ২২:৫২
মুশফিকুর রহিম পাকিস্তান সফরে যেতে চাইছেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা আগেই জানতো। কিস্তু এই মর্মে কোন আনুষ্ঠানিক চিঠি তারা এতদিন পায়নি। অবশেষে আজ তা হাতে পেয়েছে। ফলে পাকিস্তান সফরে টি-টোয়েন্টি দল থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে।
অথচ আজ (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত টাইগার টি-টোয়েন্টি দলে তার নাম ছিল। কিন্তু তাঁর অনাগ্রহের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর তাকে ছাড়াই সফরে টি-টোয়েন্টি দল গঠন করতে হচ্ছে নির্বাচকদের।
শুক্রবার (১৭ জানুয়ারি) সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন ‘আমরা মুশফিকের চিঠি পেয়েছি। ওকে ছাড়াই পাকিস্তান সফরে দল দেব। সে আমাদের জানিয়েছে, আমরা তা গ্রহণ করেছি।’
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফরে মুশফিক যাচ্ছেন না মূলত পারিবারিক কারণে। চলতি মাসের ২৪ তারিখ তাঁর চাচাত বোনের বিয়ে।