দুর্ভাগা ইমরুল
১৮ জানুয়ারি ২০২০ ১৭:২৯
বঙ্গবন্ধু বিপিএলে ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শণী দেখিয়ে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নির্বাচকদের বিবেচনায় ছিলেন ইমরুল কায়েস (১৩ ম্যাচে ৪৪২ রান)। এমনকি একাদশেও তাকে নিয়ে ছিল নির্বাচকদের বিস্তর পরিকল্পনা। কিন্তু দুর্ভাগ্য ইমরুলের। বিপিএলে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজটিতে খেলতে পারছেন না অভিজ্ঞ এই টপ অর্ডার ব্যটসম্যান।
শনিবার (১৮ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য দিলেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।
‘ও কিন্তু আমাদের পরিকল্পনায় ছিল। কিন্তু বিপিএলে ক্যাচ ধরতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে। চোটের যে ধরণ, তা সেরে উঠতে সপ্তাহ দুয়েক সময় লাগবে। টি-টোয়েন্টি সিরিজটি ও খেলতে পারছে না। এ কারণেই দলে রাখি নি।’
গেল বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজেরও প্রায় কাছাকাছি বাস্তবতার মধ্য দিয়ে যেতে হয়েছিল ইমরুলকে। লঙ্কানদের বিপক্ষে মূল স্কোয়াডে ডাক পেলেও সদ্য ভূমিষ্ট সন্তান অসুস্থ হয়ে পড়লে তার পাশে থাকতে সফর বাতিল করতে হয়েছিল।
জাতীয় দলের জার্সি গায়ে ইমরুল কায়েস সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০১৭ সালে। দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচে তার সংগ্রহ ছিল যথাক্রমে ১০ ও ৬ রান।