লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ
১৮ জানুয়ারি ২০২০ ১৮:৫৯
লা লিগায় শনিবার (১৮ জানুয়ারি) রাতে নিজেদের ২০ তম ম্যাচে সেভিয়াকে আতিথ্য দেবে দুর্দান্ত ফর্মে থাকা স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
লিগে দুই দলের এ পর্যন্ত দেখা হয়েছে ৫৫ বার। ২৮টি ম্যাচ হয়েছে রিয়ালের মাঠে আর বাকি ২৭টি সেভিয়ার মাঠে। মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে রয়েছে জিদান শিষ্যরা। ৫৫ ম্যাচের ৩৬টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে দ্যা হোয়াইটরা।
অপরদিকে বেশ পিছিয়েই রয়েছে সেভিয়া। মাত্র ১৫টি ম্যাচে দেখেছে তাঁরা জয়ের মুখ। আর ৪টি ম্যাচ শেষ হয়েছে নিষ্পত্তি ছাড়াই।
ইনজুরিতে জর্জরিত রিয়াল আজ মাঠে পাচ্ছে না তাদের বেশ কিছু ভরসামান খেলোয়াড়কে। সার্জিও রামোস, এডেন হ্যাজার্ড, গ্যারেথ বেলের মতো তারকা খেলোয়াড়রা ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন আজকের ম্যাচ থেকে। আর লাল কার্ডের কারণে সেভিয়ার বিপক্ষের ম্যাচটি মিস করছেন ভালভার্দে।
১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে সেভিয়া।
রিয়ালের ঘরের মাঠ এস্তিয়াগো স্যান্টিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ৯ টায় মুখোমুখি হবে দুই দল।