Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঙ্কানদের হারিয়ে সেমিতে যেতে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ


১৮ জানুয়ারি ২০২০ ২০:১৭

ঢাকা: ফিলিস্তিনের কাছে হেরে বঙ্গবন্ধু গোল্ডকাপের মিশন শুরু করা বাংলাদেশের জন্য এখন একটাই সমীকরণ। সেমি ফাইনালে যেতে হারাতে হবে মতিন-রবিউলদের। তবে এমন সময়ে দলের প্রাণভোমরা জামাল ভূঁইয়ার ইনজুরি অনিশ্চিত অবস্থায়। তাকে ছাড়াই লঙ্কানদের হারানোর মিশনে নামতে হচ্ছে বাংলাদেশকে। কোচ জেমি ডে’র সামনেও বড় চ্যালেঞ্জ। জামালকে ছাড়া পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হচ্ছে কোচকে।

লঙ্কানদের সঙ্গে এ গ্রুপের শেষ ম্যাচে হারাতেই হবে বাংলাদেশকে। কেননা ফিলিস্তিনের কাছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলেই একই ব্যবধানে হেরেছে।

বিজ্ঞাপন

তাই আগামিকাল রবিবার (১৯ জানুয়ারি) বঙ্গবন্ধু স্টেডিয়ামে লঙ্কানদের হারানোর কোন বিকল্প নেই জেমি ডে’র বাহিনীর।

এমন ম্যাচের আগে ইনজুরিতে দলের বাইরে জামাল ভূঁইয়া। অনুশীলনে মাঠের বাইরে থেকে সতীর্থদের খেলা দেখেছেন এই পোস্টার বয়। তবে দলের লক্ষ্য নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ জামাল, ‘আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। প্রথম ম্যাচে আমরা ভালো খেলেও জিততেও পারিনি। অন্তত এই ম্যাচে তা হতে দিতে চাই না। নিজেদের ডিফেন্স ঠিক রেখে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে। আশা করছি এ ম্যাচে আমরা গোল পাবো।’

লঙ্কানরা ফিলিস্তিনকে জমাটবদ্ধ রক্ষণ দিয়ে ভালো ভুগিয়েছে। সেটা নিয়েও চিন্তিত জামালরা, ‘লঙ্কানরা রক্ষণ আগলে রেখে খেলে। আগের ম্যাচে ওদের ৬ জন ছিল রক্ষণে। ফিলিস্তিন বল দখলে এগিয়ে থেকেও গোল পেতে অনেক সময় নিয়েছে। তাই এই ম্যাচে ফরোয়ার্ডদের দিতে হবে বড় পরীক্ষা ।’

এই ম্যাচে দেশের ফরোয়ার্ডদের বড় নিতে হবে বলে মনে করেন জামাল, ‘কীভাবে ফাইনাল পাস দেবো? ওই পজিশনে তো ফরোয়ার্ডদের থাকতে হবে। তাহলেই তো আমরা কিছু করতে পারবো।’

বিজ্ঞাপন

এসএ গেমসে লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ। অতীতেও ১৬ ম্যাচে ১০টিতেই জয় পেয়েছে লাল-সবুজরা। তাই অতীত অভিজ্ঞতা নিয়ে মাঠে নামতে চায় জামালরা, ‘এই ম্যাচে আমরা দুজন স্ট্রাইকার নিয়ে খেলতে পারি। ফরমেশন বদল হতে পারে। সাদ একা কূলিয়ে উঠতে পারছে না। ও ছাড়াও সুফিল-মতিন আছে। তাদের ওপর নির্ভর করতে হবে। লঙ্কানদের তো আমরা এসএ গেমসে হারিয়েছি। আক্রমণে এগিয়ে ছিলাম। ঢাকার ম্যাচেও তেমনই খেলতে চাই।’

জেমির মুখেও ফরমেশন বদলানোর সুর, ‘চাপ ছাড়াই খেলবো। তবে আমরা ফরমেশন পরিবর্তন করতে পারি। দুই স্ট্রাইকার নিয়ে খেলার চিন্তা আছে। দেখি মূল ম্যাচের আগে কি করা যায়।’

এসএ গেমস ব্যর্থতার পর বঙ্গবন্ধু গোল্ডকাপ অনেক বড় প্রত্যাশার। সেটা নির্ভর করছে আগামিকালের ম্যাচের উপর। সেটা দেখার অপেক্ষায় সমর্থকরাও।

জামাল ভূঁইয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর