Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুয়েকদিনের মধ্যেই পেস বোলিং কোচ


১৯ জানুয়ারি ২০২০ ১৬:০১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের ডাকে সাড়া দিয়ে শার্ল ল্যাঙ্গাভেল্ট চলে যাওয়ায় টাইগারদের পেস বোলিং কোচ বিভাগটি এখনও ফাঁকা। অথচ পাকিস্তান সিরিজ শুরু হতে এক সপ্তাহও বাকি নেই। এমতাবস্থায় আশার বাণী শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বললেন দুয়েকদিনের মধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের নাম ঘোষণা করা হবে।

রোববার (১৯ জনুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনি এ কথা জানান।

পাপন বলেন ‘চুক্তি শেষ। আমরা দুই এক দিনের মধ্যেই তার নাম জানিয়ে দেব। তিনি আমাদের সঙ্গে পাকিস্তান সফরে থাকছেন।’

কে হচ্ছেন সেই পেস বোলিং কোচ? ক্রিকেট পাড়ায় গুঞ্জন ওয়েস্ট ইন্ডিজের সাবেক হেড কোচ ওটিস গিবসন দায়িত্ব নিতে যাচ্ছেন রুবেল, মোস্তাফিজদের। বঙ্গবন্ধু বিপিএল চলাকালীন তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনায়ও বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

পেস বোলিং কোচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর