Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের বিপক্ষে ৪১ রানেই গুটিয়ে গেলো জাপান


২১ জানুয়ারি ২০২০ ১৬:১৮

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৪১ রানেই গুটিয়ে গেছে জাপান। ভারতের বোলারদের বোলিং তোপের সামনে ২২.৫ ওভারেই ইনিংসের তল্পিতল্পা গুছিয়ে সাজঘরে ফিরে গেছে জাপানের ১০ ব্যাটসম্যান।

ব্লুমফন্টেইনে টসে জিতে জাপানকে ব্যাট করতে পাঠায় ভারতের যুবারা। ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জাপান।

১৯ রান তুলতেই সাজঘরে ফিরে যান জাপানের ৭ ব্যাটসম্যান। এরপর কেন্টো ডোবেল এবং ম্যাক্সিমিলিয়ান ক্লিমেন্টস গতিরোধ করেন উইকেট পতনের।

কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩২ রানে কার্তিক তিয়াগির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ক্লিমেন্টস। তাঁর বিদায়ের পর নড়বড়ে ইনিংস আর বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি কেউই।

শেষতক ৪১ রানেই থমকে দাঁড়ায় জাপানের ইনিংস।

জাপানের ইনিংস সর্বোচ্চ রান করেন দুইজন। শু নাগোচি এবং কেন্টো ডোবেল। দুজনই করেন ৭ রান। ৫ ব্যাটসম্যান ফিরে যান রানের খাতা না খুলেই।

ভারতের পক্ষে ৮ ওভারে ৩ মেইডেনসহ ৫ রানে ৪ উইকেট নেন রাভি বিষ্ণু। ১০ রানে ৩ উইকেট নেন কার্তিক তিয়াগি এবং আকাশ সিং নেন ১১ রানে ১ উইকেট।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ ভারত-জাপান

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর