Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৭ ওভারেই ম্যাচ শেষ, কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে টাইগার যুবারা


২১ জানুয়ারি ২০২০ ১৭:৫৫

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরুটা হয়েছিলো জিম্বাবুয়েকে হারিয়ে। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ। জয়ের জন্য স্কটিশদের দেয়া ৯০ রানের লক্ষ্য ২০০ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়েই বাগিয়ে নেয় টাইগার যুবারা।

স্কটল্যান্ডের করা ৮৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম বলেই হারিয়ে বসে ওপেনার তানজিদ হাসানকে। একে একে বিদায় নেন ইমন এবং শামিম হোসেন।

বিজ্ঞাপন

এরপর তৌহিদ হৃদয় মাহমুদ হাসান জয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে কাঙ্খিত জয় পায় টাইগাররা। ২০০ বল হাতে রেখে ১৭.৪ ওভারে ৩ উইকেটের খরচায় তুলে নেয় ৭ উইকেটের বড় জয়।

এই জয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেলো লাল সবুজ জার্সিধারিরা। তবে এই সুপার লিগ নিশ্চিত হবে বুধবার (২২ জানুয়ারি) পাকিস্তান বনাম জিম্বাবুয়ের ম্যাচের পর।

এর আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। ব্যাট করতে নেমে রাকিবুল হাসানের হ্যাট্রিক সহ চার উইকেটে এবং তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামের পেস তোপে ৮৯ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

টাইগারদের হয়ে ২০ রানের খরচায় ৪ উইকেট নেন রাকিবুল হাসান। আর দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ টপ নিউজ বাংলাদেশ অনূর্ধ্ব ১৯

বিজ্ঞাপন
সর্বশেষ

ফটোসাংবাদিক শোয়েব মিথুন আর নেই
২১ অক্টোবর ২০২৪ ২১:০৭

সম্পর্কিত খবর