২৯ বলেই ভারতের জাপান বধ
২১ জানুয়ারি ২০২০ ১৭:৩০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জয়রথ ছুটিয়ে এগিয়ে চলছে ভারতের যুবারা। মঙ্গলবার (২১ জানুয়ারি) নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকে ১০ উইকেটে হারিয়ে সুপার লিগের পথে এক পা দিয়ে রাখলো ভারতের যুবারা।
জয়ের জন্য সামনে ছিল সহজ লক্ষ্য। প্রয়োজন ছিল মাত্র ৪২ রান। সেই রান তাড়া করতে নেমে যশস্বী জশওয়াল ও কুমার কুশাগরার ব্যাটে মাত্র ২৯ বলেই জয় তুলে নেয় ভারত। দুজনে অপরাজিত থাকেন যথাক্রমে ২৯ ও ১৩ রানে।
এর আগে টসে হেরে ব্যাট করতে নামে জাপান। ব্যাট করতে নেমে ১৯ রানেই তাঁরা হারিয়ে বসে তাদের ৭টি উইকেট। এরপর কেন্টো ডোবেল এবং ম্যাক্সিমিলিয়ান ক্লিমেন্টস গতিরোধ করেন উইকেট পতনের।
কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দলীয় ৩২ রানে কার্তিক তিয়াগির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন ক্লিমেন্টস। তাঁর বিদায়ের পর নড়বড়ে ইনিংস আর বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি কেউই।
শেষতক ৪১ রানেই থেমে যায় জাপানের রানের চাকা।