Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু ও ফুটবল যোদ্ধাদের অবদানে রোমাঞ্চিত ব্রাজিল তারকা


২৩ জানুয়ারি ২০২০ ২৩:২৪

ঢাকা: মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় বুধবার রাতে পৌঁছেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবল জুলিও সিজার। পরদিন আজ বৃহস্পতিবার সবার আগে সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেছেন। পরে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ফুটবল যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। দেশের স্বাধীনতার নায়কদের গল্প জেনেছেন। সেই গল্প নিজের পরিবারের সঙ্গেও বিনিময় করবেন জুলিও সিজার।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দুপুরে ‘বাংলাদেশ সফরে’এসে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি এমন কথা বলেন।

শিডিউল অনুযায়ী সকাল সাড়ে এগারটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন এবং পুষ্পস্তবক অর্পণ করেন সিজার।

বঙ্গবন্ধুর ইতিহাস জেনে আবেগপ্রবণ হয়ে যান বলে জানান সিজার, ‘আমি জাতির জনকের বাসায় গিয়েছিলাম। আমার জন্য আবেগময় ব্যাপার ছিল এটি। আগে তার সম্বন্ধে যথেষ্ট জানতাম না।’

বাংলাদেশ ও বঙ্গবন্ধু সম্পর্কে এখন থেকে জানার জন্য দিনের কিছু অংশ ব্যয় করবেন বলেও জানান তিনি, ‘এখন তার সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব, দিনের কিছু অংশ ব্যয় করব- তাকে ও তার দেশকে জানতে।’

পরে দুপুরে ‍মুক্তিযুদ্ধে অংশ নেয়া ‘স্বাধীন বাংলা ফুটবল দলের’ সঙ্গে সাক্ষাৎ ও মধ্যাহ্ন ভোজে অংশ নেন সিজার। মুক্তিযুদ্ধের ফুটবল যোদ্ধাদের সাক্ষাৎ পেয়ে রোমাঞ্চিত সিজার বলেন, ‘আমার সুযোগ হয়েছে, আমি খুবই আনন্দিত, সাবেক এই ফুটবলারদের সঙ্গে লাঞ্চ করতে পেরে। আমার সুযোগ ছিল তাদের সঙ্গে দেখা করার। তারাই তো আসল ফুটবলার।’

ফুটবলারদের অবদানে গর্বিত সিজার, ‘তারা যখন খেলেছিল, পরিস্থিতি সহজ ছিল না। যুদ্ধ চলছিল। তারা জাতিকে আশা দিয়েছিল। মানসিকভাবে এই সময় শক্ত থাকতে হয়, যখন যুদ্ধ চলে। তারা শক্ত ছিল। তারা চেষ্টা করেছিল, তাদের দেশকে গর্বিত করতে। আমার জন্য এটা দারুণ অভিজ্ঞতা।’

দেশে ফিরে নিজের পরিবারের সঙ্গে এ বিষয়গুলো বিনিময় করবেন বলে জানান সিজার, ‘আমি দেশে ফিরে পরিবারের সঙ্গে কথা বলতে পারব, আমি তাদের সঙ্গে লাঞ্চ করতে পেরেছি। আমি বলতে পারব, তাদের সঙ্গে কী হয়েছিল।’

দুইদিনের সফর শেষে শুক্রবার ঢাকা ত্যাগ করবেন জুলিও সিজার।

জুলিও সিজার বঙ্গবন্ধু স্বাধীন বাংলা ফুটবল দল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর