Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদলে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের বাছাই পদ্ধতি


২৪ জানুয়ারি ২০২০ ১৭:২০

২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। ২০২০ বিশ্বকাপ শেষ হবার ছয় মাসের মধ্যেই শুরু হবে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ব্যস্ত সময়সূচীর কারণে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে  এমনিতেই বেশ হিমশিম খেতে হচ্ছে আইসিসিকে। তার উপর ছয় মাসের মাথায় দুইটি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি ভাবিয়ে তুলছে আইসিসিকে।

সেই ভাবনা থেকে ২০২১ বিশ্বকাপের বাছাই পর্বে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। আঞ্চলিক টুর্নামেন্ট দিয়ে শুরু হবে এই বাছাইপর্ব। আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব-এশিয়া প্যাসিফিক ও ইউরোপে মোট ১১টি আঞ্চলিক বাছাই পর্ব হবে শুরুতে। সেখান থেকে সেরা আট দল যাবে বৈশ্বিক বাছাইপর্বে।

বিজ্ঞাপন

এই বৈশ্বিক বাছাইপর্বে সরাসরি খেলতে পারবে  জিম্বাবুয়ে, নেপাল, সংযুক্ত আরব আমিরাত এবং হংকং (২০২০ সালের র‍্যাংকিংয়ে এগিয়ে থাকায়)। এদের সাথে যুক্ত হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুপার ১২ নিশ্চিত করতে না পারা শীর্ষ চারটি দল।

এই ১৬ দলের বাছাইপর্ব শেষে সেরা ৪ দল ঠাই পাবে ২০২১ বিশ্বকাপের চূড়ান্ত আসরে।

তবে এই বাছাই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবে না ২০২০ অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলা ১২ দলকে। এই ১২ দল সরাসরি খেলতে পারবে ২০২১ বিশ্বকাপে।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২০ টি-২০ বিশ্বকাপ ২০২১ বাছাইপর্ব

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর