Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে টপকে গেলেন তামিম


২৪ জানুয়ারি ২০২০ ১৭:৫৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৮:০২

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ডের পাশে নিজের নামটি লিখিয়ে রেখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু চলমান পাকিস্তান-বাংলাদেশ সিরিজে সাকিবকে টপকে গেলেন তামিম ইকবাল। তাঁকে টপকে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন এই টাইগার ওপেনার।

৭৬ ম্যাচে ২৩.৭৪ গড় এবং ১২৩.৭৭ স্ট্রাইক রেটে ১,৫৬৭ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন সাকিব। শুক্রবার (২৪ জানুয়ারি) পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে সাকিবের চেয়ে ১২ রান পিছিয়ে থেকে খেলা শুরু করেন তিনি। খেলেন ৩৪ বলে ৩৯ রানের এক ইনিংস।

বিজ্ঞাপন

আর এতে করেই সাকিবকে টপকে টি-২০ তে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লিখিয়ে ফেললেন এই ওপেনার। বর্তমানে তামিম ইকবালের টি-টোয়েন্টিতে সংগ্রহ ৭২ ম্যাচে ১৫৯৫ রান। যেখানে তাঁর ব্যাটিং গড় ২৩.৮০ এবং স্ট্রাইক রেট ১১৭.১০।

তামিম-নাইমের জুটিতে উদ্বোধনী জুটিতেই ৭১ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে শনিবার (২৫ জানুয়ারি) এবং তৃতীয় এবং শেষ ম্যাচটি হবে সোমবার (২৭ জানুয়ারি)।

তামিম ইকবাল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর