Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহজ নয়, তবুও অবিশ্বাস্য কিছু করার চেষ্টা


২২ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৪৪

সারাবাংলা ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্বাগতিক চেলসি এগিয়ে থেকেও জিততে পারেনি। পিছিয়ে থেকে শেষ মুহূর্তে লিওনেল মেসির গোলে লজ্জা থেকে রক্ষা পায় বার্সেলোনা। ইংলিশ ক্লাবটির মাঠ থেকে স্বস্তির ড্র নিয়ে ফিরেছে স্প্যানিশ জায়ান্টরা।

১-১ গোলে ড্র হওয়া ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ব্রাজিলিয়ান তারকা উইলিয়ানের গোলে লিড নেয় স্বাগতিকরা। পরে বার্সাকে সমতায় ফেরান মেসি। আগামী ১৪ মার্চ বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে হবে ফিরতি পর্ব।

মৌসুমের শুরু থেকেই উড়তে থাকা বার্সা লা লিগায় এখনও ২৪ ম্যাচ খেলে হারেনি কোনোটিতেও। ঘুরে দাঁড়িয়ে অতিথি হয়ে বার্সার মাঠ থেকে জয় নিয়ে ফেরা কঠিনই হবে ইংলিশ জায়ান্টদের। তবে, এই চ্যালেঞ্জকে উতরে যেতে চাইছেন চেলসি কোচ আন্তোনিও কন্তে, ‘আমরা অবিশ্বাস্য কিছু করার চেষ্টা করবো।’

এদিকে, কোচ আত্মবিশ্বাসী হলেও ভালো অবস্থানে নেই চেলসির খেলোয়াড়রা। ইংলিশ লিগের সবশেষ ১২ ম্যাচের চারটিতে জিতেছে তারা। চেলসি কোচ যোগ করেন, ‘ন্যু ক্যাম্পে আমরা আমাদের সেরাটা দেব। কৌশলী পারফরম্যান্স আমাকে পথ দেখাবে। বার্সার মাঠে ওদের বিপক্ষে জেতাটা মোটেই সহজ হবে না। কারণ ওরা বিশ্বসেরা দল। এক্ষেত্রে আমাদের বাস্তবতার দিকেই চেয়ে থাকতে হবে। বার্সা আমাদের মাঠে দেখিয়েছে তারা কেমন শক্তিশালী দল। তবে, আমরাও দেখিয়েছি কতটা চমৎকার দল আমরা।’

কন্তে আরও যোগ করেন, ‘আমরা প্রমাণ করেছি একসঙ্গে কাঁধ মিলিয়ে রক্ষণে লড়াই করতে পারি। আমরা জানি কখন বার্সার খেলোয়াড়দের থেকে বল কেড়ে নিয়ে স্কোর আদায় করে নিতে হবে। মেসি, ইনিয়েস্তা ও সুয়ারেসের মতো খেলোয়াড় যেখানে আছে, সেখানে ভুল করলে তার মাশুল দিতেই হবে। বার্সার মাঠে তাদের বিপক্ষে বক্স-টু-বক্স খেলাটা হচ্ছে পাগলামো। এতে আপনি অবশ্যই হারবেন। আর ম্যাচের ফলটা ১-০ নয়; ৪, ৫, এমনকি ৬-০-ও হতে পারে।’

বিজ্ঞাপন

অ্যাওয়ে গোলের সুবিধা পাবে বার্সা। ম্যাচ গোলশূন্য ড্র হলে কোয়ার্টার ফাইনালে উঠবে মেসিরা। ১-১ কিংবা ২-২ কিংবা তার বেশি সমান গোল হলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। বার্সা ১-০তে জিতলে ২-১ গোলের অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে উঠবে বার্সা। চেলসি ১-০ গোলে জিতলে ২-১ অ্যাগ্রিগেটে কোয়ার্টার ফাইনালে যাবে তারা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর