Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৫ জানুয়ারি ২০২০ ১৪:৩৫

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার (২৫ জানুয়ারি) পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ সময় দুপুর তিনটায় শুরু হবে ম্যাচটি। এর আগে প্রথম ম্যাচে একই ভেন্যুতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে স্বাগতিকরা।

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ধাপে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আর দ্বিতীয় ম্যাচে শনিবার (২৫ জানুয়ারি) একই ভেন্যুতে মুখোমুখি হয়েছে দু’দল।

সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তানকে ১৪২ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় বাংলাদেশ। জবাবে ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় স্বাগতিক পাকিস্তান। স্বাগতিকদের হয়ে অর্ধশতক হাঁকান শোয়েব মালিক।

একই ভেন্যুতে ২৭ জানুয়ারি মাঠে গড়াবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং আল-আমিন।

পাকিস্তান একাদশ: আহসান আলী, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ হাসনাইন।

গাদ্দাফি স্টেডিয়াম টি-টোয়েন্টি সিরিজ দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ বনাম পাকিস্তান


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর