Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোলিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ


২৫ জানুয়ারি ২০২০ ১৫:১৫

সিরিজ নির্ধারণী ম্যাচে বোলিংয়ে শক্তি বাড়িয়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টির একাদশে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের পরিবর্তে নেওয়া হয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসানকে।

এটি তরুণ মেহেদি হাসানের ক্যারিয়ারের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথমটি খেলেছিলেন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার অভিষেক ম্যাচে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে ২ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ছিলেন উইকেট শূণ্য। এরপর থেকে দলের বাইরে থাকা তরুণ অলরাউন্ডার দলে ফিরেছেন বিপিএলের দারুণ পারফরম্যান্সে। এবার এলেন একাদশেও।

বিজ্ঞাপন

এদিকে সিরিজের প্রথম ম্যাচের ধারাবাহিকতায় শনিবার (২৫ জানুয়ারি) লাহেরের গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মেহেদি হাসান, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর