Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাহোরের উইকেট টি-টোয়েন্টির অযোগ্য


২৫ জানুয়ারি ২০২০ ১৭:২৯

পাকিস্তান সিরিজ নিয়ে কম জল ঘোলা হলো না। প্রথমে সিরিজ নিয়ে আর মাঠে ম্যাচ গড়ানোর পর উইকেট নিয়ে। প্রথম ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছিলেন উইকেট আশানুরূপ হয়নি। তবে সে সময় যেন তার কথার পাত্তায় কেউ দেয়নি। তবে এবার রিয়াদের সঙ্গেই গলা মিলিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্টরা। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সঙে যুক্ত ইনজামাম-উল-হক, রশিদ লতিফ এবং শোয়েব আখতার।

বিজ্ঞাপন

পাকিস্তানের সাবেক প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক ইনজামামের মতে লাহোরের উইকেট টি-টোয়েন্টি খেলার যোগ্যই নয়। এ সম্পর্কে তিনি বলেন, আমার কাছে লাহোরের উইকেট টি-টোয়েন্টির যোহ্যই মনে হয়নি। যেখানে ১৪২ করে জিততে পাকিস্তানের ঘাম ঝরেছে। ইনিংসের তিন বল বাকি থাকতে খেলা নিষ্পত্তি হয় সেখানে বুঝতে বাকী থাকে না আর কিছুই।’

অবশ্য কেবল দায় চাপিয়েই শান্ত হননি ইনজি। পরামর্শ দিয়েছেন কিউরেটরদের ভবিষ্যতে আরো ভালো উইকেট বানানোর জন্য। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি কিউরেটরদের আরো ভালো পিচ বানানোর অনুরোধ করছি। দর্শক মাঠে মাঠে চার ও ছক্কা দেখতে আসে। তবে লাহোরের উইকেটের অবস্থা খুবই খারাপ ছিল, যার কারণে ১৪২ রানও অনেক বড় মনে হয়েছে। উইকেট এমন করতে হবে, যাতে ১৯০ বা ২০০ রান ওঠে। আর আমাদের ব্যাটসম্যানরা এমন রান তাড়া করতেও সক্ষম হবে। একই সঙ্গে এটা আমাদের বোলারদের শেখাবে, কিভাবে ফ্ল্যাট উইকেটে ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করতে হয়।’

লাহোরের উইকেট নিয়ে অসন্তোষ কেবল ইনজাম একাই জানাননি। তার সঙ্গে রশিদ লতিফ যোগ করেছেন, ‘আধুনিক ক্রিকেটে এত কম রান বেশ বেমানান বলে জানান তিনি।’

ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বললেন, ‘শতভাগ নিম্নমানের উইকেট বানিয়েছে পাকিস্তান। জিতলেও ঠিক মজা পাইনি। কারণ উইকেট বানানোর ক্ষেত্রে পাকিস্তান ভুল থেকে শিক্ষা নেয়নি।’

তবে প্রথম দিনের মতো দ্বিতীয় ম্যাচেরও উইকেটের দিকে লক্ষ্য করলে দেখা গিয়েছে উইকেটের কোনো পার্থক্যই নেই। সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১৩৬ রানে থেমেছে বাংলাদেশের ব্যাটিং ইনিংস। অর্থাৎ লাহোরের গাদ্দাফির উইকেট যেন পুরোটাই নিম্ন মানের তার প্রমাণ রেখেছে দ্বিতীয় ম্যাচেও।

বিজ্ঞাপন

ইনজামাম-উল-হক টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তান সফর বাংলাদেশ বনাম পাকিস্তান লাহোর গাদ্দাফি স্টেডিয়াম শোয়েব আখতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর