Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাধায় বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি


২৭ জানুয়ারি ২০২০ ১৫:০৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৫:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সোমবার (২৭ জানুয়ারি) ধবল ধোলাই এড়াতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বেলা ৩টায় (বাংলাদেশ সময়)  ম্যাচটি শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে টস।

প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে পাঁচ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে বাংলাদেশকে হারায় স্বাগতিকরা।

দীর্ঘ প্রায় এক যুগ পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। তিন ধাপে অনুষ্ঠিতব্য এই সিরিজের প্রথম ধাপে শুক্রবার (২৪ জানুয়ারি) প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ায় হয়। আর দ্বিতীয় ম্যাচেও শনিবার (২৫ জানুয়ারি) একই ভেন্যুতে মুখোমুখি হয় দু’দল। সিরিজ শেষে আগামী ২৮ জানুয়ারি দেশে ফিরবে টিম বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর