মুশফিক নর্থ জোনে, ইস্টে তামিম
২৭ জানুয়ারি ২০২০ ১৮:১৭
চলতি মাসের ৩১ তারিখ থেকে দেশের চারটি ভেন্যুতে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের খেলা। টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার (২৭ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। ড্রাফট শেষে প্লেয়াদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
তালিকানুযায়ী দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকু রহিম খেলবেন বিসিবি নর্থ জোনের হয়ে। দেশ সেরা ওপেনার আছেন ইসলামি ব্যাংক ইস্ট জোনে। আর ওয়াল্টন সেন্ট্রাল জোনে জায়গা করে নিয়েছেন দেশ সেরা পেসার মোস্তাফিজুর রহমান।
এছাড়াও বাদ বাকিরা কে কোথায় খেলছেন আসুন দেখে নেই।
বিসিবি নর্থ জোন: মুশফিকুর রহিম, আরিফুল হক, নাইম ইসলাম, জুনাইদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, এবাদত হোসেন, রনি তালুকদার, সুমন খান, লিটন দাস, তাসকিন আহমেদ, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা, সালাহউদ্দিন শাকিল, জহুরুল ইসলাম, তানবির হায়দার খান, এনামুল হক জুনিয়র, হোসেন আলী, মুক্তার আলী ও মিজানুর রহমান।
ইসলামি ব্যাংক ইস্ট জোন: তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, নাঈম হাসান, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান উজ্জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল।
বিসিবি সাউথ জোন: আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসেন, এনামুল হক, মেহেদি হাসান, কাজী নুরুল হাসান সোহান, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ, ফরহাদ রেজা, শামসুর রহমান, আল আমিন, নাসুম আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শাহরিয়ার নাফিস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান জয় ও রুয়েল মিয়া।
ওয়াল্টন সেন্ট্রাল জোন: মোহাম্মদ সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হেসেন শান্ত, আরাফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আব্দুল মজিদ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, মো: শরিফুল ইসলাম, মো: আকবর আলী ও মেহেদি হাসান মিরাজ।
অষ্টম আসর জাতীয় ক্রিকেট লিফ তামিম ইকবাল বিসিএল মুশফিকুর রহিম