Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টারে নাদাল


২৮ জানুয়ারি ২০২০ ১২:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত গতিতে এগিয়েই যাচ্ছেন রাফায়েল নাদাল। শেষ ষোলোর খেলায় নিক কিরগিয়সকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছেন স্প্যানিশ টেনিস তারকা। সেই সাথে চলতি আসরে পেয়েছেন প্রথম সেট হারের স্বাদ।

কোয়ার্টারে ওঠার লড়াইয়ে নিক কিরগিয়সকে ৬-৩, ৩-৬, ৭-৬ (৮-৬), ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন এই তারকা খেলোয়াড়।

ম্যাচের প্রথম সেটে নিকের বিপক্ষে বাগিয়ে নিয়েছিলেন দুর্দান্ত এক জয়। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান কিরগিয়স। নাদালকে দেন প্রথমবারের মতো সেট হারের স্বাদ।

শেষ দুই সেটে হয় হাড্ডাহাড্ডি লড়াই। যেখানে শেষ পর্যন্ত জয় ছিনিয়েই ক্ষান্তি দেন ১৯টি গ্রান্ড স্ল্যামের মালিক নাদাল।

বিজ্ঞাপন

কোয়ার্টার ফাইনালে র‍্যাংকিংয়ের শীর্ষে থাকা এই তারকা মুখোমুখি হবেন অস্ট্রিয়ান ডোমিনিক থিয়েমের। ফ্রান্সের গায়েল মনফিলকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন থিয়েম।

কোয়ার্টার ফাইনাল গ্রান্ড স্ল্যাম রাফায়েল নাদাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর