Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমান সানাকে ল্যান্স নায়েক পদে পদোন্নতি দিলো আনসার


২৮ জানুয়ারি ২০২০ ১৬:২৫ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৬:৫৬

ঢাকা: দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) ৩ টি স্বর্ণ, ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ের স্টেজ থ্রিতে স্বর্ণজয়ী দেশের তারকা তীরন্দাজ রোমান সানাকে ল্যান্স নায়েক পদে পদোন্নতি দিলো বাংলাদেশ আনসার বাহিনী।

মঙ্গলবার রাজধানীর খিলগাঁওয়ে আনসার সদর দপ্তরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে রোমান সানাকে এই পদোন্নতি দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসার মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এসএ গেমসে ৩ টি স্বর্ণ, ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ের স্টেজ থ্রিতে স্বর্ণ ছাড়াও সানার ঝুলিতে আছে ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ এবং ২০২০ টোকিও অলিম্পিকে একমাত্র বাংলাদেশী হিসেবে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের কৃতিত্ব।

রোমান সানাকে ল্যান্স নায়েক পদে পদোন্নতি দেওয়া ছাড়াও অনুষ্ঠানে নেপালে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) পদক জয়ী আনসার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

এবারের এসএ গেমসে বাংলাদেশ ১৯টি সোনা জেতে। এর মধ্যে ৮টি সোনাই আসে আনসার সদস্যদের হাত ধরে। এছাড়া ১৩টি রূপা ও ৪৭টি ব্রোঞ্জ পদক জেতে আনসার সদস্যরা।

গেল বছর নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রোমান সানা ২০২০ সালের টোকিও অলিম্পিকে খেলার সুযোগ করে নিয়েছিলেন। বাংলাদেশের এই তারকা তীরন্দাজ সম্প্রতি বিশ্ব আর্চারি ফেডারেশন কর্তৃক ২০১৯ সালের জন্য বিশ্বসেরা আর্চার হিসেবে বছরের সেরা নির্বাচনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন।

ল্যান্স নায়েক পদে পদোন্নতি পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রোমান সানা জানান, ‘এ সম্মানে নিজেকে বিশেষ মনে হচ্ছে। এমন পুরস্কার কাজ করার দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। দেশের জন্য কাজ করার অনুপ্রেরণা পাওয়া যায়।’

বিজ্ঞাপন

টপ নিউজ রোমান সানা ল্যান্স নায়েক পদবী স্বর্ণজয়ী আর্চার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর