সাত মাস লিগহীন, ফের পেছাচ্ছে ফুটবলারদের রুটি-রুজির বিপিএল
২৮ জানুয়ারি ২০২০ ১৯:০৩
ঢাকা: সেই গত বছরের আগস্ট মাসে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগটা শেষ হয়েছিল। দীর্ঘ সাত মাসেও কেটে গেলেও পরপর্তী লিগ শুরু করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নভেম্বর-ডিসেম্বর করে সেই লিগ জানুয়ারিতে শুরু করতে চেয়েছিল পেশাদার ফুটবল লিগ কমিটি। পেছানোর সংস্কৃতিতে ফুটবলারদের রুটি-রুজির সম্বল লিগ মাঠে নেই সাত মাস!
গত চলতি বছরের গত ৩ আগস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচটি মাঠে গড়িয়েছিল। এরপরে প্রায় সাড়ে চার মাস ধরে ঘরোয়া ফুটবল মাঠের বাইরে ছিল। প্রায় ১৩৭ দিন পর ডিসেম্বরে ফেডারেশন কাপ হলেও বার বার পিছিয়ে বিপিএল।
জানুয়ারি থেকে লিগ শুরু করার কথা বলেছিল পেশাদার লিগ কমিটি। এবারও ঠিক সময়ে শুরু করতে পারছে না বাফুফে। তাই পেছানোর সংস্কৃতি আরও একবার ‘কথা দিয়ে কথা না রাখার’পথেই পা বাড়ালো ফেডারেশন। লিগ শুরু হওয়ার সম্ভাবনা এ মাসে নেই। আসছে ফেব্রুয়ারি মাসে পিছিয়ে বিপিএল।
সাত মাস বিপিএল মাঠে গড়াচ্ছে না। নির্দিষ্ট সময়ে লিগ শুরু করতে না পারার কারণ কি জানতে চাইলে পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘কিছু কিছু ক্লাব বলেছে লিগ পেছাতে। ক্লাবদের সুবিধা-অসুবিধা মাথায় রেখে পেছাতে পারে। কিছু ক্লাবের আন্তর্জাতিক ম্যাচও আছে।’
তবে চূড়ান্ত ফিক্সচার করে ক্লাবগুলোকে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। ক্লাবের দাবির মুখে নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না পেশাদার লিগ কমিটি। কবে শুরু হবে লিগ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামিকাল বুধবার (২৯ জানুয়ারি)।