ভারতের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা নিউজিল্যান্ডের
৩০ জানুয়ারি ২০২০ ১২:২৩
ভারতের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নিউজিল্যান্ড। দল থেকে বাদ পড়েছেন কলিন মুনরো, ট্রেন্ট বোল্ট, লুকি ফার্গুসন এবং ম্যাট হেনরি। আর সেই সাথে দলে জায়গা পেয়েছেন হামিস বেনেট, কাইল জামিসন এবং স্কট কুগেলেইন।
ইনজুরির কারণে দলের মূল তিন পেসারকে বাদ দিয়েই দল ঘোষণা করতে হয়েছে কিউইদের। ভাঙা হাত নিয়ে মাঠের বাইরে রয়েছেন ট্রেন্ট বোল্ট। হাতের বুড়ো আঙুলে ফাটল দেখা দিয়েছে ম্যাট হেনরির। আর লুকি ফার্গুসন পড়েছেন কাফ ইনজুরিতে।
এই তিন অভিজ্ঞ পেসারের পরিবর্তে দলে ঢুকেছেন উদীয়মান পেসার কাইল জামিসন। আর বিশ্বকাপের পর এই প্রথম ওয়ানডে স্কোয়াড থেকে বাদ গেলেন কলিন মুনরো।
ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই ৩-০ তে হেরে গেছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি।
৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি। ৮ এবং ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে সিরিজের বাকি দুটি ওয়ানডে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াডঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কাইল জামিসন, স্কট কুগেলেইন, টম লাথাম, জিমি নিশাম, হেনরি নিকলস, মিচেল সান্টনার, ইস সোধি (শুধু প্রথম ওয়ানডের জন্য), টিম সাউদি ও রস টেলর।