Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজের জন্য সাঙ্গাকারার নেতৃত্বে এমসিসি দল ঘোষণা


৩০ জানুয়ারি ২০২০ ১৩:৪৫

আগামী ফেব্রুয়ারিতে একটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আসন্ন এই সিরিজকে সামনে রেখে কুমার সাঙ্গাকারাকে অধিনায়ক করে ১২ সদস্যের দল ঘোষণা করেছে এমসিসি।

সফরের শুরুতে পাকিস্তান শাহিন দলের বিপক্ষে একমাত্র ওয়ানডেটি খেলবে এমসিসির দল। এরপর তাঁরা দেশটির জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দল উত্তরাঞ্চলের সাথে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

বিজ্ঞাপন

এ ছাড়াও এমসিসি দল আরও দুটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান সুপার লিগের দল (পিএসএল) লাহোর কালান্দার্স ও মুলতান সুলতানসের বিপক্ষে। তবে কোন কোন তারিখ ম্যাচগুলো হবে তা জানানো হয়নি।

এমসসি দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), রবি বোপারা (সাসেক্স), মাইকেল বুর্গেস (ওয়ারউইকশায়ার), অলিভার হ্যানন-ডালবি (ওয়ারউইকশায়ার), ফ্রেড ক্লাসেন (কেন্ট), মাইকেল লিস্ক (স্কটল্যান্ড), অ্যারন লিলি (লিস্টারশায়ার), ইমরান কাইয়ুম (কেন্ট), উইল রোডস (ওয়ারউইকশায়ার), সাফিয়ান শরিফ (স্কটল্যান্ড), রোয়েলফ ভ্যান ডার মারউই (সামারসেট) ও রস হুইটলি (রোস্টারশায়ার)।

পাকিস্তান শাহিনস: সাউদ শাকিল (অধিনায়ক, সিন্ধু), আকিফ জাভেদ (বেলুচিস্তান), হায়দার আলী (উত্তরাঞ্চল), হাসান মহসিন (সিন্ধু), ইমরান রফিক (দক্ষিণ পাঞ্জাব), মোহাম্মদ মহসিন (খাইবার অঞ্চল), ওমর বিন ইউসুফ (সিন্ধু), রোহেল নাজির (উইকেটরক্ষক, উত্তরাঞ্চল), সাইফ বাদার (দক্ষিণ পাঞ্জাব), সামির গুল (খাইবার অঞ্চল), উমর খান (খাইবার অঞ্চল), জিসান মালিক (উত্তরাঞ্চল)।

উত্তরাঞ্চল স্কোয়াড: রোহেল নাজির (অধিনায়ক, উইকেটরক্ষক), ফাইজান রিয়াজ (সহ-অধিনায়ক), আলী ইমরান, হায়দার আলী, মুবাশ্বের খান (উত্তরাঞ্চল অনূর্ধ্ব-১৯), মুসা খান, নওমান আলী, সার্মাদ ভাট্টি, শাহজাদ আজম, সিরাজ খান (উত্তরাঞ্চল অনূর্ধ্ব-১৯), যাইদ আলম, জিসান মালিক।

বিজ্ঞাপন

এমসিসি ওয়ানডে কুমার সাঙ্গাকারা টি-টোয়েন্টি পাকিস্তান সফর

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর