ফলোয়ারের বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো
৩০ জানুয়ারি ২০২০ ১৬:৪৩
পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর অসংখ্য রেকর্ডের সাথে যোগ হল নতুন একটি রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন (২০ কোটি) ফলোয়ারের রেকর্ড স্পর্শ করলেন জুভেন্টাসের এই উইঙ্গার।
ইনস্টাগ্রামে এখন তাঁর উপরে শুধু রয়েছে ইনস্টাগ্রামের অফিসিয়াল আইডি। ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা ৩৩০ মিলিয়ন। ফলোয়ারের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন আরিয়ানা গ্র্যান্ডে (১৭২ মিলিয়ন)।
এই ২০ কোটি ফলোয়ার থেকে রোনালদো আয়ও করেন বিশাল অঙ্কের অর্থ। ইনস্টাগ্রামের বিপণন প্রতিষ্ঠান ‘হপার এইচকিউ’র তথ্য অনুযায়ী, পর্তুগিজ এই তারকা ফুটবলার প্রতিটি পোস্টের জন্য আয় করেন প্রায় ৯ লাখ ইউরো। আর প্রতি বছর তাঁর মোট আয় প্রায় ৪৮ মিলিয়ন ইউরো (৮৪ কোটি টাকা), যা জুভেন্টাসের হয়ে তার মোট আয়ের চেয়েও বেশি।
- ইনস্টাগ্রামের শীর্ষ দশ আইডি (ফলোয়ারের সংখ্যায়):
১. ইনস্টাগ্রাম: ৩৩০ মিলিয়ন
২. ক্রিস্টিয়ানো রোনালদো: ২০০ মিলিয়ন
৩. আরিয়ানা গ্র্যান্ডে: ১৭২ মিলিয়ন
৪. ডোয়াইন জনসন: ১৬৯ মিলিয়ন
৫. সেলিনা গোমেজ: ১৬৬ মিলিয়ন
৬. কাইলি জেনার: ১৫৮ মিলিয়ন
৭. কিম কার্দেনেশিয়ান: ১৫৭ মিলিয়িন
৮. লিওনেল মেসি: ১৪১ মিলিয়ন
৯. বিয়ন্সে: ১৩৮ মিলিয়ন
১০. নেইমার: ১৩১ মিলিয়ন