Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার প্রভাব বিশ্ব ক্রীড়াঙ্গনেও


৩১ জানুয়ারি ২০২০ ০৮:৫৭

করোনা ভাইরাস ভয়াবহরূপ নিয়েছে চীনে। সেই সাথে ছড়িয়ে পরছে বিশ্বব্যাপী। ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। যার ফলশ্রুতিতে স্থগিত করা হয়েছে চীনের নানজিংয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপ।

যদিও করোনা ভাইরাসের উৎপত্তিস্থল নানজিং থেকে ৩৭০ মাইল দূরে, তারপরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ব অ্যাথলেটিকসের গভর্নিং বডি। সেই সাথে প্রতিযোগিতাটি চীন থেকে সরিয়ে অন্য দেশে করার কথাও ভাবছে বিশ্ব অ্যাথলেটিকসের সর্বোচ্চ এই সংস্থাটি।

বিজ্ঞাপন

১৩ মার্চ থেকে শুরু হবার কথা ছিল বিশ্ব অ্যাথলেটিক্স ইনডোর চ্যাম্পিয়নশিপের। কিন্তু চীনের বর্তমান পরিস্থিতির কারণে সেটি অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

এছাড়াও হুমকির মুখে পড়েছে আসন্ন অলিম্পিকও। কেননা চলতি বছরে ২২ জুলাই টোকিওতে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব অলিম্পিকের। এই ভাইরাস নিয়ে বেশ উদ্বিগ্ন টোকিও প্রশাসন। তবে অলিম্পিকের মতো বড় আসর আয়োজন নিয়ে সকল সমস্যা মোকাবেলা করার প্রতিশ্রুতি দিয়েছেন টোকিওর গভর্নর।

অলিম্পিক টোকিও ২০২০ করোনা ভাইরাস বিশ্ব অ্যাথলেটিক ইনডোর চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর