Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে জোকোভিচের সঙ্গী থিয়েম


৩১ জানুয়ারি ২০২০ ১৯:২৪

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে অষ্টম বারের মতো ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। সেই সঙ্গে তিনি একধাপ এগিয়ে গেলেন ব্যক্তিগত ১৭তম গ্র্যান্ড স্ল্যামের দিকে। তবে জোকোভিচকে টেক্কা দিতে আরেক সেমি ফাইনালে আলেকজান্ডার ভেরেভকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ডমিনিক থিয়েম।

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় সেমি ফাইনালে আলেকজান্ডার ভেরেভকে ৩-৬, ৬-৪, ৭-৬ (৭-৩), ৭-৬(৭-৪) সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন থিয়েম।

বিজ্ঞাপন

                                        আরও পড়ুন: ফেদেরারকে বিদায় জানিয়ে ফাইনালে জোকোভিচ

২৬ বছর বয়সী থিয়েম প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। আর ফাইনালে মুখোমুখি আটবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ৩২ বছর বয়সী জোকোভিচ শেষ ১০ অস্ট্রেলিয়ান ওপেনে মাত্র তিনটি ম্যাচ হেরেছেন। আর কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরিয়ে হারেননি কখনোই।

ফাইনালে জোকোভিচকে হারাতে পারলে অস্ট্রেলিয়ার ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে জিতবেন গ্র্যান্ড স্ল্যাম ডমিনিক থিয়েম। তার আগে ১৯৯৫ সালে থমাস মাস্টার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি।

অস্ট্রেলিয়ান ওপেন থিয়েম নোভাক জোকোভিচ ফাইনাল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর