Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএলে শতক হাঁকিয়ে পাকিস্তান সফরের প্রস্তুতি তামিমের


১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্ঠম আসর বসেছে শুক্রবার (৩১ জানুয়ারি)। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় মুখোমুখি সেন্ট্রাল জোনের মুখোমুখি হয় ইস্ট জোন। দ্বিতীয় দিনে এসে শতক তুলে নিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। সামনেই পাকিস্তানের বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। তার আগে বিসিএলে শতক হাঁকিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন তামিম।

বিসিএলের এবারের আসরে ইস্ট জোনের হয়ে খেলছেন তামিম ইকবাল। ম্যাচের প্রথম দিনে সেন্ট্রাল জোনের করা ২১৩ রানের বিপরীতে ব্যাট করতে নামে ইস্ট জোন। তবে প্রথম দিনে ব্যাট করতে নেমে কোনো রান তোলার আগেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় দিনে খেলতে নেমে মধ্যাহ্ন বিরতির আগেই অর্ধশতক তুলে নেন তামিম। শুরু থেকেই দারুণ খেলতে থাকা তামিম অর্ধশতক তুলে নেন ৭৮ বলে। আর শতক তুলতে খেলেন আরও ৪৮টি বল।

এই রিপোর্ট লেখা অবধি তামিমের সংগ্রহ ১২৬ বলে ১০০ রানে অপরাজতি আছেন। আর ইস্ট জোনের স্কোরবোর্ডে যুক্ত হয়েছে মাত্র ১ উইকেট হারিয়ে ১৭৬ রান। উইকেটে তামিমের সঙ্গে আছেন মুমিনুল হক (৪৩)।

অষ্টম আসর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল শতক সেন্ট্রাল জোন বনাম ইস্ট জোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর