Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের ডাবলে তছনছ সেন্ট্রাল জোনের বোলিং লাইনআপ


১ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৮

শতক হাঁকিয়েছেন দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই। এর তিন ঘন্টা না পেরুতেই তুলে নিলেন ডাবল সেঞ্চুরি। ওয়ালটন সেন্ট্রাল জোনের বোলারদের বোলিং লাইনআপ তছনছ করে ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেলেন ইসলামি ব্যাংক ইস্ট জোনের এই সেরা ওপেনার। একই ম্যাচে সেঞ্চুরি তুলে নিয়েছেন সতীর্থ মুমিনুল হকও। তাদের ব্যাটে ভর করেই বাংলাদেশ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংসে পাহাড়সম সংগ্রহের দিকে ছুটছে ইস্ট জোনের ইনিংস।

বিজ্ঞাপন

ডাবলের পথে তামিম বল খেলেছেন ২৪২টি। যেখানে চারের মার ছিল ২৮টি।

শনিবার (১ ফেব্রুয়ারি ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের ২১৩ রানের বিপরীতে তামিম ব্যাটিংয়ে এসেছিলেন পিনাক ঘোষকে নিয়ে। পিনাক অবশ্য ফিরে গেছেন দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগেই। ব্যক্তিগত ২৬ রানে শুভাগত হোমের বলে ফিরেতে হয়েছিল তাকে।

তবে থামেননি তামিম। দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে সঙ্গে সদর্পে ব্যাট চালিয়ে যাচ্ছেন। দুজনের চোয়ালবদ্ধ ব্যাটিং দলটির পাহাড়সম সংগ্রহের হাতছানি দিচ্ছে।

শুধু দলই কেন, দৃঢ় ব্যাটিংয়ে নিজের ব্যক্তিগত সংগ্রহের ঝুলিও সমৃদ্ধ করেছেন তামিম। ঘরোয়া ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে ব্যাট ছুটিয়েছেন ত্রিপলের দিকে। ‍মুমিনুল হকও তুলে নিয়েছেন প্রথম শ্রেণির ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি।

দুজনের এমন ব্যাটিং নিশ্চয়ই নির্বাচকদের আশ্বস্ত করে তুলছে। কেননা সপ্তাহ বাদেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট। বিসিএল দিয়ে পাকিস্তান টেস্টের প্রস্তুতিটা ভালই হল।

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর