Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন রানী পেল অস্ট্রেলিয়ান ওপেন


১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৩

অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে প্রথমবারের মতো গ্রান্ড স্ল্যামের ফাইনালে উঠেছিলেন সোফিয়া কেনিন। প্রথমবার ফাইনালে উঠেই দুইবারের গ্রান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা গারবিন মুগুরুজাকে হারিয়ে শিরোপা নিজের করে নিলেন এই মার্কিন টেনিস সেনসেশন।

শনিবার (১ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুগুরুজাকে ৪-৬, ৬-২ ও ৬-২ গেমে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ নিলেন কেনিন।

প্রথম সেটে দুইবারের গ্রান্ড স্ল্যাম জয়ী মুগুরুজার কাছে ৪-৬ সেটে হেরে বসেন নবাগত এই ফাইনালিস্ট। কিন্তু দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ান দ্বিতীয় সেটে এসে। ৬-২ এ সরাসরি জিতে নেন দ্বিতীয় সেট। একই ব্যবধানে তৃতীয় সেট জিতে নিশ্চিত করেন নিজের প্রথম গ্রান্ড স্ল্যাম।

আর এর মাধ্যমেই মারিয়া শারাপোভার পর সবচেয়ে কম বয়সে গ্রান্ড স্ল্যামের স্বাদ পান ২১ বছর বয়সী এই তরুণী। ২০০৮ সালে টেনিস তারকা মারিয়া শারাপোভা সবচেয়ে কম বয়সে গ্রান্ড স্ল্যাম জয় করে রেকর্ড গড়েছিলেন।

অস্ট্রেলিয়ান ওপেন গ্রান্ড স্ল্যাম সোফিয়া কেনিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর