Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তামিমের কাছেই ইনিংস ব্যবধানে হার সেন্ট্রাল জোনের


৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৪

বাংলাদেশ ক্রিকেট লিগের অষ্টম আসরের প্রথম ম্যাচেই সেন্ট্রাল জোনকে ইনিংস এবং ৯ রানের ব্যবধানে হারিয়ে মুমিনুল হকের ইস্ট জোন। তামিমের রেকর্ড গড়া ট্রিপল সেঞ্চুরি আর নাঈম হাসানের ৬ উইকেটে ইস্ট জোনের সামনে দাঁড়াতেই পারল না সেন্ট্রাল জোন।

বিসিএলের উদ্বোধনী ম্যাচে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইস্ট জোনের অধিনায়ক মুমিনুল হক। ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের ৫ উইকেটে মাত্র ২১৩ রানেই গুটিয়ে যায় সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস। সেন্ট্রালের হয়ে সর্বোচ্চ ৫৮ রান আসে সদ্য পাকিস্তান টেস্টের জন্য ডাক পাওয়া সাইফ হাসানের ব্যাট থেকে। আর দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন তাইবুর রহমান। আর ইস্টের হয়ে তাইজুলের ৫ উইকেট ছাড়া ২টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী এবং নাঈম হাসান।

বিজ্ঞাপন

সেন্ট্রালের ২১৩ রানের বিপরীতে ব্যাট করতে নেমে মহাকাব্যিক এক ইনিংস খেলেন তামিম ইকবাল। ব্যাট হাতে রানের ফুলঝুরি ছোটান এই ব্যাটসম্যান। ব্যক্তিগত সব রেকর্ড তো ভাঙেনই সেই সঙ্গে ভাঙেন বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটেরও সব রেকর্ড। মহাকাব্যিক ট্রিপল সেঞ্চুরিতে বাংলাদেশের ঘরোয়া লিগের ব্যক্তিগত সর্বোচ্চ ৩১৩ রানের ইনিংসের রেকর্ড ভেঙে তামিম করেন অপরাজিত ৩৩৪ রান। আর এই রেকর্ড গড়তে তামিম পেছনে ফেলেন রকিবুল হাসানকে।

এছাড়া মুমিনুল হকও (১১১) শতকের দেখা পান। আর তাতেই ২ উইকেট হারিয়ে ৫৫৫ রান তোলে, দ্বিতীয় ইনিংসে ৩৪২ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে মুমিনুল হকের দল।

৩৪২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে সেন্ট্রাল জোন। তবে সেখানেও বাধা নাঈম হাসানের। নাঈমের ঘূর্ণিতে কুপোকাত সেন্ট্রালের ব্যাটিং লাইন আপ। একাই তুলে নিয়েছেন ছয় উইকেট। আর বাকী চার উইকেটের মধ্যে দু’টি নিয়েছেন তাইজুল ইসলাম, আর একটি করে উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহী এবং রুবেল হোসেন।

বিজ্ঞাপন

নাঈমের বোলিং তোপে ৩৩৩ রানেই গুটিয়ে যায় সেন্ট্রালের দ্বিতীয় ইনিংস। আর তাতেই ৯ রান এবং ইনিংসের ব্যবধানে জয় পায় ইস্ট জোন। দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান আসে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে। তিনি করেন ৮৩, এছাড়া ৬২ রান করেন তাইবুর রহমান আর ৫৪ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি ইনিংস ব্যবধানের হার। দ্বিতীয় ইনিংসে ইস্টের থেকে ৯ রান কম থাকতেই গুটিয়ে যায় সেন্ট্রালের ব্যাটিং ইনিংস।

ইনিংস ব্যবধানে হার তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল সেন্ট্রাল জোন বনাম ইস্ট জোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর