Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় দেড় দশক পর টেস্ট খেলতে পাকিস্তানে বাংলাদেশ


৫ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪০

পাকিস্তানের মাটিতে বাংলাদেশ শেষ টেস্ট খেলে এসেছিল সেই ২০০৩ সালে। খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে সেবারই শেষ বাংলাদেশ সাদা পোশাকে খেলেছিল পাকিস্তানের মাটিতে। সেই ম্যাচে পাকিস্তান জয় পেয়েছিল এক উইকেটে।

সময়ের পরিক্রমায় কেটে গেছে প্রায় ১৬টি বছর। ১৭তম বছরের শুরুতে সেই পাকিস্তানের বিপক্ষেই সাদা পোশাকে আবার মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ। যার জন্য ইতোমধ্যেই পাকিস্তান পৌঁছে গিয়েছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সিরিজের প্রথম টেস্ট খেলতে বাংলাদেশ ত্যাগ করে ডোমিঙ্গো শিষ্যরা। দুইভাগে দেশ ছেড়ে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছে বাংলাদেশ দলের সদস্যরা। সেখান থেকে তাদের পরবর্তি গন্তব্য রাওয়ালপিন্ডি।

পাকিস্তানের বিপক্ষে ৩ ধাপে খেলা পূর্নাঙ্গ সিরিজের এটি দ্বিতীয় ধাপ। এর আগে প্রথম ধাপে অনুষ্ঠিত হয়েছে টি-টোয়েন্টি সিরিজ যেখানে বাংলাদেশকে হারতে হয়েছে ২-০ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচটি বৃষ্টি ভাসিয়ে নিয়ে যায়।

পাকিস্তানের বিপক্ষে এর আগে বাংলাদেশ খেলেছে আরও ৪টি টেস্ট। এই ৪টি টেস্টে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ কোনোটিতেই। কিন্তু ২০০৩ সালের সিরিজের শেষ টেস্টটিতে প্রথম কোনো বড় দলের সাথে বেশ লড়াই করতে দেখা গিয়েছিল বাংলাদেশকে। জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত হারকেই সঙ্গী করে সিরিজ শেষ করতে হয়েছিল টাইগারদের।

এরপর ১৬ বছরের বিরতিতে আবার শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে টিম বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন, সৌম্য সরকার।

বিজ্ঞাপন

প্রথম টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর