জাতীয় দলের নিয়মিত টেস্ট সদস্য সাদমান ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড় মৃত্যুঞ্জয় চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
কব্জির ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন সাদমান। শুধু তাই নয় বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম পর্বের প্রথম রাউন্ডেও খেলতে পারেননি তিনি।
অপরদিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলারত অবস্থায় কাঁধের ইনজুরিতে পড়েন মৃত্যুঞ্জয়। যার কারণে টুর্নামেন্ট চলাকালীন সময়েই দেশে ফিরে আসতে হয় এই বা হাতি পেসারকে।
দ্রুত দলে ফিরে আসা নিশ্চিত করতেই তাদের উন্ন চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।