Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএলের দ্বিতীয় রাউন্ডে মুশফিক-ইমরুল


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৬:৩৯

চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রথম রাউন্ডে খেলতে পারেননি জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। তবে আশার কথা হলো, চোট কাটিয়ে তারা শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া দ্বিতীয় রাউন্ড দিয়েই মাঠে ফিরছেন। মুশফিক খেলবেন নর্থ জোনের হয়ে, আর ইমরুল কায়েস ইস্ট জোনে।

পরশু শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হওয়া প্রথম টেস্ট ম্যাচে অংশ নিতে বিসিএলের প্রথম রাউন্ডে খেলা ১৫ জনই পাকিস্তান সফরে গিয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটার ছিল ইস্ট জোনেরই। ফলে দ্বিতীয় রাউন্ডে এই দলটিতে ৬ জন ক্রিকেটার নতুন করে সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

ইমরুল ছাড়াও ইস্ট জোনের নতুন সদস্যরা হলেন মাহমুদুল হাসান লিমন, রাহাতুল ফেরদৌস জাভেদ, রেজাউর রহমান, সাকলাইন সজীব ও নোমান চৌধুরী।

নর্থ জোনে মুশফিকের সঙ্গে যোগ হয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। সাউথ জোনে মেহেদী হাসান ও ইরফান শুক্কুরকে রাখা হয়েছে। সেন্ট্রাল জোনে যোগ হয়েছেন আব্দুল মজিদ, মার্শাল আইয়ুব ও শানাজ আহমেদ।

শুক্রবার থেকে মাঠে গড়াবে বিসিএলের দ্বিতীয় রাউন্ড। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেন্ট্রাল জোনের মুখোমুখি হবে নর্থ জোন। একই দিন কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইস্ট জোনকে মোকাবিলা করবে সাউথ জোন।

অষ্টম আসর ইমরুল কায়েস দ্বিতীয় রাউন্ড বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর