হ্যাট্রিক জরিমানার শিকার ভারত
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৩
চলমান নিউজিল্যান্ড সিরিজে জরিমানা আর ভারত যেন মুদ্রার এপিঠ-ওপিঠ হয়ে দাঁড়িয়েছে। সিরিজের শেষ দুটি টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের কারণে জরিমানা গুণতে হয়েছিল কোহলি এন্ড কোং-এর। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতেও। মন্থর গতির ওভারের কারণে ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে সফরকারী ভারতের।
টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত ভঙ্গিমায় ৫-০ তে জেতার পর ওয়ানডে সিরিজে এসে কিউইদের অন্য এক রূপ দেখলো ভারত। ভারতের দেয়া ৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে রস টেইলরের মহাকাব্যিক ইনিংসে ৬ উইকেটের বড় জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড।
দ্রুত তিন উইকেট পতনের পর লাথামকে সাথে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ১৩৮ রানের জুটি। ৭৩ বলে হাঁকান ক্যারিয়ারের ২১তম শতক।
টেইলরের দূর্বার ব্যাটিংয়ে তাঁকে পরাস্থ করতে বোলারদের সাথে আলোচনা করতে গিয়ে অতিরিক্ত সময় অপচয় করেন ভারত দলপতি বিরাট কোহলি। নির্ধারিত সময়ের মধ্যে যে পরিমান ওভার শেষ করার কথা তার চেয়ে চার ওভার কম করে সফরকারী বোলাররা।
এর খেসারত তাদের ম্যাচ শেষেই দিতে হয়। ম্যাচ রেফারি আইসিসির নিয়মানুযায়ী ম্যাচ ফি’র ৮০ শতাংশ জরিমানা করে ভারতকে। এতে করে টানা তিন ম্যাচে একই অপরাধে শাস্তি পেতে হল কোহলি এন্ড কোং-কে। তবে এই জরিমানা ছাপিয়ে গিয়েছে আগেরগুলোকে।