ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন জোফরা আর্চার
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১০
কনুইয়ের ইনজুরিতে পড়ে লম্বা সময়ের জন্য ২২ গজ থেকে ছিটকে গেলেন ইংলিশ পেসার জোফরা আর্চার। যার দরুণ তাঁকে মাঠে দেখা যাবে না আসন্ন শ্রীলংকা সিরিজ এবং আইপিএলের এবারের আসরে।
ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) বরাত দিয়ে জানা গিয়েছে, আর্চারের ডান কনুইয়ে ফাটল দেখা দিয়েছে। যার ফলে সে আসন্ন শ্রীলংকা সফরে যেতে পারবে না। সেই সাথে খেলতে পারবে না আইপিএলও।
একমাস আগে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্টে ডান কনুইয়ে ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন ২৪ বছর বয়সী এই বোলার। সেই ইনজুরি তাঁকে ছিটকে দিয়েছিল গোটা সিরিজ থেকেই। ধারণা করা হচ্ছে তিন মাস তাঁকে থাকতে হবে মাঠের বাহিরে।
তবে শীঘ্রই তিনি ইসিবির তত্ত্বাবধানে ইনজুরি পুনরুদ্ধার কার্যক্রম শুরু করবেন। যাতে করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন।
আগামী ১৯ মার্চ ইংল্যান্ড দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা যাবে। কলম্বো এবং গলে গড়াবে দুইটি টেস্ট।
আইপিএল ২০২০ ইনজুরি আক্রান্ত ইংল্যান্ড-শ্রীলঙ্কা জোফরা আর্চার