Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়ের জন্য টাইগারদের ২১২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড


৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৩ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে বাংলাদেশকে জয়ের জন্য ২১২ রানের লক্ষ্য বেধে দিয়েছে নিউজিল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারে কিউইদের সংগ্রহ ৮ উইকেটের খরচায় ২১১ রান।

পচেফস্ট্রমে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেসের কাছে হোঁচট খায় কিউই ব্যাটসম্যানরা। দলীয় ৫ রানেই শামিম হোসেনের শিকার হয়ে সাজঘরে ফেরেন ব্লাক ক্যাপস ওপেনার মারিউ।

বিজ্ঞাপন

সেখান থেকেই শুরু। এরপর টাইগার বোলারদের কিপটে বোলিংয়ে ৩২ ওভার লেগে যায় কিউইদের দলীয় শতকে পৌঁছাতে। এরপর গ্রিনালের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের সামনে লড়াকু লক্ষ্য দাঁড় করিয়ে দেয় নিউজিল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার শরিফুল ইসলাম ৪৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া শামীম হোসেন ২টি, রাকিবুল হাসান ১টি ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ইনিংস: ২১১/৮ (৫০ ওভার)

(গ্রিনাল ৭৫*, লিডস্টোন ৪৪; শরিফুল ৩/৪৫, শামীম ২/৩১, মুরাদ ২/৩৪)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২০ বাংলাদেশ-নিউজিল্যান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর