Sunday 13 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাওয়ালপিন্ডি টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


৭ ফেব্রুয়ারি ২০২০ ১০:৩৮

পাকিস্তান সফরের দ্বিতীয় পর্বের খেলার প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচ দিয়েই অভিষেক হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার সাইফ হাসানের।

নানা জল্পনা কল্পনার পর তিন ধাপে পাকিস্তান সফরে যেতে রাজি হয় বাংলাদেশ। ইতোমধ্যে খেলেও এসেছে প্রথম পর্বের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশকে হারতে হয়েছে ২-০ ব্যবধানে। শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল।

বিজ্ঞাপন

২০০৩ সালের পর এবারই প্রথম সাদা পোশাকে পাকিস্তান খেলতে গিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে নেই তামিম ছাড়া অভিজ্ঞ কোনো খেলোয়াড়ও। সেই সাথে নেই রাওয়ালপিন্ডির কন্ডিশনের সাথে পরিচয়। ফলে বেশ কিছুটা ব্যাকফুটে থেকেই স্বাগতিকদের বিপক্ষে নামতে যাচ্ছে ডোমিঙ্গো শিষ্যরা। পুরো টেস্টের পরতে পরতে চ্যালেঞ্জ অপেক্ষা করছে টিম বাংলাদেশের জন্য।

মুমিনুলদের চ্যালেঞ্জ যে ম্যাচের পরতে পরতে

অপরদিকে র‍্যাংকিংয়ে ঢেঁড় উপরে থাকা পাকিস্তানের রয়েছে নবাগত কিছু মুখ যারা কিনা দলের তুরুপের তাস হয়ে উঠতে পারেন যেকোনো সময়। সেই সাথে তাদের রয়েছে শক্তিশালী ব্যাটিং অর্ডার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ: শান মাসুদ, আবিদ আলী, আযহার আলী (অধিনায়ক), বাবর আযম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহিন আফ্রিদি।

বিজ্ঞাপন

টস প্রথম টেস্ট বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর