Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাসকিনের বোলিং তোপে প্রথম দিনেই অল আউট সেন্ট্রাল জোন


৭ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৭

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে তাসকিন আহমেদের বোলিং তোপে নর্থ জোনের বিপক্ষে ১৭০ রানেই গুটিয়ে গেছে সেন্ট্রাল জোনের ইনিংস। প্রথম দিন শেষে নর্থ জোনের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৮৯ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সেন্ট্রাল জোনকে ব্যাট করতে পাঠায় নর্থ জোন। ব্যাট করতে নেমে ইনিংসের ৫ম বলেই সালাহউদ্দিন শাকিলের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই মাঠ ছেড়ে বিদায় নেন মোহাম্মদ নাইম।

বিজ্ঞাপন

এরপর বল হাতে আসেন তাসকিন। এসেই একে একে ফেরান মার্শাল আইয়ুব (১), আব্দুল মজিদ (৫) ও তাইবুর রহমানকে (০)। দলীয় ৮ রানে ৪ ব্যাটসম্যানকে হারিয়ে বেশ বিপাকেই পরে সেন্ট্রাল জোন।

দলের এহেন পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রাকিবুল এবং শুভাগত হোম। কিন্তু ২১ রান করে ফিরে যেতে হয় শুভাগতকেও।

কিন্তু উইকেটের এক প্রান্ত আগলে ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাকিবুল। ৭০ রান করে তিনি সাজঘরে ফিরলে দলের স্কোরশিটে খুব একটা প্রভাবক অবদান কেউ আর রাখতে পারেনি। নিয়মিত উইকেট পতনের ফলে ১৭০ রানেই থেমে যায় সেন্ট্রাল জোনের ইনিংস।

নর্থ জোনের হয়ে তাসকিন আহমেদ নেন ৫৪ রানের খরচায় ৫ উইকেট। আর সেন্ট্রাল জোনের হয়ে ইনিংসের সর্বোচ্চ রান আসে রাকিবুলে(৭০) ব্যাট থেকে।

সেন্ট্রাল জোনের ১ম ইনিংসে ১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় নর্থ জোনের। উদ্বোধনী জুটিতেই ৬৯ রান করে তাদের দুই ওপেনার। কিন্তু ৭৯ রান তুলতেই নেই ৩ উইকেট। দিন শেষে নর্থ জোনের সংগহ ৩ উইকেটের খরচায় ৮৯ রান। উইকেটে রয়েছেন নাইম ইসলাম (১৮) এবং মুশফিকুর রহিম (১)।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট লিগ সেন্ট্রাল জোন-নর্থ জোন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর