Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাধায় পণ্ড ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে


৮ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪৪

ডারবানের মাটিতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ মানেই সেই ম্যাচে আঘাত হানবে বৃষ্টি। এটা যেন তাঁর ঐতিহ্য। সেই ঐতিহ্য বজার রাখলো ডারবান। বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটিকে। ফলে ঘুরে দাঁড়ানোয় মরিয়া থাকা ইংলিশদের ১-০ তে পিছিয়ে থেকেই শেষ ম্যাচের জন্য অপেক্ষা করতে হচ্ছে।

ডারবানে দুই দল সর্বশেষ দুইটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ২০০৫ ও ২০০৯ সালে। দুইটি ম্যাচই বৃষ্টি কেড়ে নিয়ে গিয়েছিল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তাঁরই পুনরাবৃত্তি ঘটলো। বেশ কয়েকবার বৃষ্টির বাধায় টস হয়েছে দেরি করে। পরে ম্যাচ গড়িয়েছে কার্টেল ওভারে। ৫ ওভার কমিয়ে নিয়ে আসা হয়। নির্ধারিত ৪৫ ওভারের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী ইংল্যান্ড।

বিজ্ঞাপন

প্রথম দফায় স্বাগতিকরা মাত্র ৬.৩ ওভার খেলার সুযোগ পায়। এরপর ফের বৃষ্টি আঘাত হানলে খেলা থেমে যায়। পরে বৃষ্টি থামলে খেলার ওভার কমিয়ে ২৬ ওভারে নিয়ে আসা হয়।

কিন্তু বেরসিক বৃষ্টি তাতেও শান্ত হচ্ছিল না। কিছুক্ষণ খেলা চলার পর একেবারের খেলা বন্ধ করে দিতে বাধ্য হয় ম্যাচ রেফারি।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী রোববার (৯ ফেব্রুয়ারি) জোহানসবার্গে অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে বৃষ্টি বাধা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর