Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাকিবুলের ঘূর্ণিতে তৃতীয় উইকেটের পতন ভারতের


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৪

টস জিতে ফিল্ডিং করতে নামা ভারতের টুঁটি চেপে ধরে বাংলাদেশের পেসাররা। ভারতের প্রথম উইকেট তুলে নেন অভিষেক দাস। এরপর বড় জুটি গড়েন জয়সওয়াল আর তিলক। তবে ২৯তম ওভারে সাকিবের আঘাতে তিলক ফিরলে আবারও চাপে পড়ে ভারত।

                                     আরও পড়ুন: সারাবাংলায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল: বল বাই বল

এই চাপকেই কাজে লাগিয়ে আরও এক উইকেট তুলে নেয় টাইগাররা। ভারতের ব্যাটিং ইনিংসের ৩২তম ওভারের তৃতীয় বলে নিজের প্রথম উইকেট তুলে নেয় স্পিনার রাকিবুল হাসান। তার শিকারে পরিণত হয় ভারতীয় অধিনায়ক প্রিয়াম গ্র্যাগ। আউট হওয়ার আগে প্রিয়াম নামের পাশে যোগ করেন মাত্র ৭ রান। আর ভারতের দলীয় সংগ্রহ তখন ১১৪।

টাইগার বোলারদের হয়ে একটি করে উইকেট ঝুলিতে তোলেন অভিষেক দাস, তানজিম হোসেন সাকিব এবং রাকিবুল হাসান।

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, শাহাদত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (অধিনায়ক), রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব এবং অভিষেক দাস।

ভারতীয় একাদশ: ইয়াশভি জাইসওয়াল, ডিভ্যানাশ সাকসেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়াম গ্র্যাগ (অধিনায়ক), সিদ্ধেশ ভীর, আথারভা অ্যানকোলেকার, রবি বৈশ্ন্য, শুশান্ত মিশরা, কার্তিক ত্যাগি এবং আকাশ সিং।

ফাইনাল বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর