Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি বিশ্বকাপে প্রথমবার অল আউট ভারত; রেকর্ড বাংলাদেশের


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫৩

পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সবক’টি উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১৭৭ রান। আর তাতেই এবারের টুর্নামেন্টে রেকর্ড গড়ল বাংলাদেশ। চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ভারতকে কোনো দল অল আউট করতে সক্ষম হলো। আর সেটিও স্বপ্নের ফাইনালে বাংলাদেশই করে দেখাল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফেভারিটের তকমা নিয়েই অংশগ্রহণ করে ভারতীয় দল। সেই সঙ্গে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাও ছিল ভারতের কাঁধেই। আবার সেই সঙ্গে এই টুর্নামেন্টের সর্বোচ্চ সফলতম দলও ভারতই। এবারের টুর্নামেন্টের মূল পর্ব থেকে ফাইনালের আগ পর্যন্ত ভারতীয় দলকে অল আউট করতে পারেনি কোনো দলই। ফাইনালের আগ পর্যন্ত ভারতীয় দল সেমি ফাইনালে পাকিস্তান, কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া এবং গ্রুপ পর্বে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলে। তবে হ্যাভিওয়েট দলগুলোর মধ্যে কেউই ভারতীয় ব্যাটিং লাইন আপের সব ব্যাটসম্যানকে সাজঘরে পাঠাতে পারেনি।

বিজ্ঞাপন

এর মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ৯জন ভারতীয় ব্যাটসম্যান দেখেছেন সাজঘর। তবে ফাইনালে এসে এই কীর্তি ঘটালো বাংলাদেশ দল। শেষ পর্যন্ত ভারতের ব্যাটিং ইনিংসের ৪৮তম ওভারের দ্বিতীয় বলে সুশান্ত মিশরাকে আউট করার মাধ্যেম টুর্নামেন্টে প্রথমবারের মতো অল আউট হয় ভারত। আর এই শিল্পের নকশাকার বাংলাদেশের বোলাররা।

অভিষেক দাস বল হাতে নেন তিনটি উইকেট, দু’টি করে উইকেট নেন শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। সেই সঙ্গে নামের পাশে একটি উইকেট যোগ করেন স্পিনার রাকিবুল হাসান। আর ভারতের বাকী দুই ব্যাটসম্যান কাটা পড়েন রান আউটের ফাঁদে পড়ে।

বিজ্ঞাপন

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৮৮ রান আসে ওপেনার যশভি জয়সওয়ালের ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রান করেন তিলক ভার্মা (৩৮)। আর তৃতীয় সর্বোচ্চ রান করেন ধ্রুব জুরেল। তবে এই তিন ব্যাটসম্যান ছাড়া দুই অঙ্কের ঘরে রান তুলতে ব্যর্থ ভারতের বাকী সাত ব্যাটসম্যান।

অনূর্ধ-১৯ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা ফাইনাল বাংলাদেশ বনাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর