Friday 18 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পচেফস্ট্রুমে বৃষ্টি বাধা, এগিয়ে বাংলাদেশই


৯ ফেব্রুয়ারি ২০২০ ২১:৫৮ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৪

আবহাওয়া নিয়ে যে আশঙ্কা ছিল, সেই আশঙ্কার কালো মেঘই দেখা দিল দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচে টাইগাররা যখন প্রথম বিশ্বজয়ের ইতিহাস থেকে থেকে মাত্র ১৫ রান দূরে, বৃষ্টি বাধায় খেলোয়াড়দের মাঠ ছাড়তে হলো।

তবে আশার কথা, আর কোনো বল মাঠে না গড়ালে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয় আসবে বাংলাদেশেরই। কারণ খেলার এ পর্যায়ে ১৪৫ রান বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হওয়াই ছিল যথেষ্ট, যেখানে রয়েছে ১৬৩ রান।

বিজ্ঞাপন

বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বাংলাদেশ ব্যাটিং ইনিংসের ৩০-৩৫ ওভারের পর থেকেই মেঘ দেখা দেয় পচেফস্ট্রুমে। সঙ্গে ছিল বাতাস। দুয়েকফোটা বৃষ্টির আভাসও ছিল। শেষ পর্যন্ত ৪১তম ওভারে রিমঝিমিয়ে বৃষ্টি নামলে মাঠ থেকে খেলোয়াড়দের তুলে নিতে বাধ্য হন আম্পায়াররা। এসময় স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৬৩। উইকেটে ৪২ রানে অপরাজিত ছিলেন টাইগার অধিনায়ক আকবর আলী, সঙ্গে ৩ রানে ছিলেন রাকিবুল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ টাইগার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর