Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমর্থকদের প্রতি বিশ্বজয়ী দলপতি আকবরের কৃতজ্ঞতা


১০ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৮ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২০ ০১:২১

পচেফস্ট্রুমের গ্যালারি যেন একখণ্ড বাংলাদেশ (ছবি: ক্রিকইনফো)

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচটি হচ্ছিল সেই দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে। কিন্তু মাঠের আবহে কি একবারও মনে হয়েছে? কান পাতলেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিই যে শোনা গেছে। যেন বাংলাদেশের কোনো ভেন্যুতেই হচ্ছে খেলা। অবশ্য ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’ স্লোগানও যে শোনা যায়নি, তা নয়। তবে জোরালো ছিল ‘বাংলাদেশ’ ধ্বনিই। দলের ভালো সময়ে তো বটেই, খারাপ সময়েও একবারও দর্শকদের মুখ থেকে প্রিয় দেশের নাম সরে যায়নি। শিরোপা জয়ের পর তাই বাংলাদেশ দলের দলপতি আকবর আলী সেই দর্শকদের প্রতি জানালেন কৃতজ্ঞতা।

বিজ্ঞাপন

বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে ভারত দলের খেলোয়াড়েরা কতটা বিরক্ত হয়ে উঠেছিলেন, তার একটি উদাহরণ দেওয়া যাক। বাংলাদেশের ব্যাটিং ইনিংসের নবম ওভারের কথা। ওপেনার তানজিদ হাসান তামিমের  ক্যাচটি তালুবন্দি করেই গ্যালারিতে আগুন চোখ নিয়ে তাকালেন ভারত পেসার কার্তিক ত্যাগী। শুধু মুখে বলতেই বোধ হয় বাকি রেখেছিলেন, ‘দেখো, তোমার প্রিয় প্লেয়ার আমার হাতের মুঠোয়।’

আরও পড়ুন- ‘স্যালুট ক্যাপ্টেন’

কম যাননি যাশাসবি জসওয়ালও। ২১তম ওভারে বাউন্ডারি লাইন থেকে স্পিনার শামীম হোসেনকে মুঠোবন্দি করেই ত্যাগীর মতো একই প্রতিক্রিয়া দেখালেন। ভাবখানা এমন— পারলে এবার চিৎকার করো!

সেই ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না জুনিয়র টাইগার ক্যাপ্টেন আকবর আলী। উপস্থাপক ইয়ান বিশপের অনুমতি নিয়ে বাংলায় কৃতজ্ঞতা জানালেন তিনি। বললেন, ‘এখানে যারা উপস্থিত হয়েছেন, তারা আজ ছিলেন আমাদের দ্বাদশ খেলোয়াড়।’

আরও পড়ুন- জুনিয়র টাইগারদের বিশ্বজয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

দেশের মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেও অনেক ভেন্যুতেই এভাবে বাংলাদেশি দর্শকরা দ্বাদশ খেলোয়াড় হয়ে ওঠেন— সে নজির নেহায়েত কম নয়। আজ যুবাদের বিশ্বমঞ্চের সর্বোচ্চ সাফল্যেরও সাক্ষী হয়ে থাকলেন তারা।

অনূর্ধ্ব-১৯ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জুনিয়র টাইগার পচেফস্ট্রুম বিশ্বকাপ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর