লা লিগায় বড় জয় পেল রিয়াল মাদ্রিদ
১০ ফেব্রুয়ারি ২০২০ ০৯:১৭
লা লিগায় রবিবার (৯ ফেব্রুয়ারি) ওসাসুনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে এখন পর্যন্ত টেবিলের শীর্ষস্থান অটুট রাখলো জিদানের শিষ্যরা।
ওসাসুনার মাঠে ম্যাচের ১৪ মিনিটেই গোল হজম করে বসে সদ্য কোপা দেল রে থেকে বিদায় নেয়া রিয়াল মাদ্রিদ। এল সাদার স্টেডিয়ামে স্বাগতিকদের প্রথম আনন্দের জোয়ারে ভাসান উনাই গার্সিয়া। রুবেন সান্তোসের কর্নার থেকে দুর্দান্ত এক হেডে দলকে লিড এনে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
গোল হজম করেই পুরো ঘুরে দাঁড়ায় রিয়াল। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে স্বাগতিকদের।
৩৩তম মিনিটে ডেডলক ভেঙে দলকে সমতায় ফেরান ইসকো। এরপর ৩৮ মিনিটের মাথায় দলকে প্রথম লিড এনে দেন সার্জিও রামোস। ক্যাসিমিরোর গুছানো আক্রমণকে চূড়ান্ত রূপ দিয়ে দলকে এগিয়ে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার।
বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে পড়ে জিদান বাহিনী। দ্বিতীয়ার্ধের শুরুতে সফলতা না পেলেও শেষদিকে গিয়ে এতে সমর্থ হয় তারা।
৮৪ মিনিটে বেনজেমার বাড়ানো বল থেকে ডান পায়ের শটে ব্যবধান ৩-১ এ নিয়ে যান লুকাস ভাসকেস।
এরপর ইনজুরি সময়ে ভালভেরদের পাস থেকে লুকা জোভিচের শট জালের ঠিকানা খুঁজে পেলে ৪-১ গোলের বড় জয় নিশ্চিত হয় জিদানের শিষ্যদের।
এই জয়ে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রিয়াল। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বার্সেলোনা। আর ৪২ পয়েন্ট নিয়ে তৃতীয় গাতাফে।