Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিউইদের বিপক্ষে অসহায় কোহলি, এর চেয়েও ব্যর্থ ছিলেন বাংলাদেশে


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৪:১৭

সময়ের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের নামটা বেশ শক্ত করেই লিখেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট, ওডিআই কিংবা টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই ছড়ি ঘোরান বোলারদের ওপর। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষের ওডিআই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ কোহলি। তবে এটিই তার সবচেয়ে ব্যর্থ সিরিজ নয়; এর আগে ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষের ওডিআই সিরিজটি ছিল এর থেকেও ভয়ানক।

শেষবার নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে ওডিআই সিরিজে টানা তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ কোহলি, এমন ছবি দেখতে হলে নি:সন্দেহে সাহায্য নিতে হবে রেকর্ডের পাতার। শেষবার ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজের শেষ তিন ম্যাচে দেখা পাননি একটি অর্ধশতকেরও। তবে সেই সিরিজেও কোহলি গড় ছিল ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষের সিরিজের থেকেও বেশি।

কোহলির এমন উদাহরণ আরও খুঁজতে গেলে ফিরে যেতে হবে ২০১৫ সালের ভারতীয় দলের বাংলাদেশ সফরে। সেবার তিন ম্যাচ সিরিজের ওডিআই’তে কোহলি করেছিলেন যথাক্রমে ১, ২৩ এবং ২৫। অর্থাৎ ব্যাটিং গড়ের হিসেবে যা দাঁড়ায় মাত্র ১৬ দশমিক ৩৩। আর চলতি নিউ জিল্যান্ড সিরিজে তিন ম্যাচে কোহলির ব্যাটিং গড় মাত্র ২৫। অর্থাৎ ভারতীয় অধিনায়কের ক্যারিয়ারে এমন বাজে সময় কেবল দু’বারই দেখেছে ক্রিকেট বিশ্ব।

ব্যাট হাতেই কেবল কোহলির বাজে সময় পার হইয়নি ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে। সেই সঙ্গে দল ইতোমধ্যেই হেরে বসেছে সিরিজ।

নিউ জিল্যান্ড সিরিজ বাংলাদেশ সিরিজ বিরাট কোহলি ব্যাট হাতে ব্যর্থ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর