Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় মাসের জন্য ছিটকে গেলেন দেম্বেলে


১২ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৩৬

ইনজুরিতে থাকা অবস্থায় অনুশীলনের সময় আবার ইনজুরিতে পড়তে হয়েছিল বার্সেলোনার উইঙ্গার উসমান দেম্বেলেকে।হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছিলেন অনুশীলনে থাকা অবস্থায়ই। সেই চোট এবার তাঁকে মাঠ ছাড়া করলো ছয় মাসের জন্য।

ইনজুরি এতটাই গুরুতর ছিল যে তাঁকে অস্ত্রোপচার করতে হয়েছে সেখানে। যার কারণে ছয় মাস মাঠের বাইরে কাটাতে হবে তাঁকে। এতে করে ২০২০ ইউরো এক প্রকারে অনিশ্চিত হয়ে পড়েছে এই ফুটবলারের।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।

দীর্ঘদিন ঊরুর চোটে ভুগছিলেন এই ফরাসি উইঙ্গার। মাঠে ফেরার ঠিক পূর্বমুহূর্তে গেল সপ্তাহে দলের সাথে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন তিনি।

২০১৭সালে বার্সায় যোগ দেবার পর থেকেই অধিকাংশ সময় ইনজুরিতেই কেটেছে ২২ বছর বয়সী এই ফুটবলারের। দলে যোগ দেবার পর থেকে এখন পর্যন্ত বার্সার জার্সি গায়ে দিয়ে মাত্র ৩টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন দেম্বেলে। মিস করেছেন ৬৩টি ম্যাচ।

ছয় মাসের ইনজুরি স্প্যানিশ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর