Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় এক যুগ পর সেই লাহোরেই খেলতে নামবেন সাঙ্গাকারা


১২ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৮

২০০৯ সালের কথা। পাকিস্তান সফরকালীন সময়ে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন শ্রীলংকা ক্রিকেট দল। সেই সময় দলের নেতৃত্বে ছিলেন কুমার সাঙ্গাকারা। প্রায় এক যুগ পরে এসেও সেই হামলার স্মৃতি এখনও দগদগে হয়ে রয়েছে সাবেক এই অধিনায়কের মনে। কেননা সেই হামলায় আহতও হয়েছিলেন তিনি।

সেই হামলার পর কেটে গেছে ১১টি বছর। দীর্ঘ সময় পর আবারো সেই লাহোরের মাটিতে ব্যাট হাতে দেখা দেবেন কুমার সাঙ্গাকারা। তবে শ্রীলংকার জার্সি গায়ে নয়। খেলবেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) হয়ে।

পাকিস্তানের মাটিতে চারটি প্রদর্শনী ম্যাচ খেলবে এমসিসি দল, এটি অনেক আগেই ঘোষণা করা হয়েছিল। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রকাশিত হল চূড়ান্ত সূচী। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য এই সিরিজে পাকিস্তানের চারটি দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে খেলবে টিম এমসিসি।

পাকিস্তান সফরের এমসিসি স্কোয়াড: কুমার সাঙ্গাকারা, রবি বোপারা, মাইকেল বারগেস, অলিভার হ্যানন ড্যালবি, মাইকেল লিস্ক, অ্যারন লিলি, ইমরান কাইয়ুম, উইল রোডস, সাফিয়ান শরীফ, রোয়েলফ ফন ডার মারউই এবং রস হোয়াইটলি। কোচঃ আজমল শাহজাদ

এমসিসির পাকিস্তান সফরের সূচি

  • ১৪ ফেব্রুয়ারি – এমসিসি বনাম লাহোর কালান্দারস (টি-টোয়েন্টি)
  • ১৬ ফেব্রুয়ারি – এমসিসি বনাম পাকিস্তান শাহিনস (ওয়ানডে)
  • ১৭ ফেব্রুয়ারি – এমসিসি বনাম নর্দার্ন (টি-টোয়েন্টি)
  • ১৯ ফেব্রুয়ারি – এমসিসি বনাম মুলতান সুলতানস (টি-টোয়েন্টি)

এমসিসি পাকিস্তান সফর সন্ত্রাসী হামলা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর