রোনালদোকে তাড়িয়েছিল বার্সা, বরণ করেছিল রিয়াল
১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:১০
যখনই ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারের তর্ক উঠে আসে তখনই নাম আসে পেলে ম্যারাডোনা কিংবা রোনালদো নাজারিওর। ব্রাজিলের হয়ে দুই বিশ্বকাপ সঙ্গে ক্লাব পর্যায়েও সফলতা। খেলেছেন স্পেনের দুই সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার আবার সেই সঙ্গে খেলেছেন ইন্টার ও এসি মিলানে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কষ্টের কথা জানিয়ে বলেন বার্সেলোনা তাকে ক্লাব থেকে তাড়িয়ে দিয়েছিল।
১৯৯৭ সালে বার্সেলোনার হয়ে মৌসুম শেষ করার পর পাড়ি জমান ইন্টার মিলানে। তবে সেখানেই দু:খ প্রকাশ করেন রোনালদো নাজারিও। তিনি বলেন, ‘আমি কখনোই বার্সেলোনা ছাড়তে চাইনি। তারা আমাকে জোর করে চলে যেতে বাধ্য করেছে। ১৯৯৬-৯৭ মৌসুম শেষ করে আমি নতুন চুক্তি স্বাক্ষর করি বার্সা সঙ্গে আর ব্রাজিলে যাই ছুটি কাটাতে। এরপর পাঁচ দিন পর আমাকে ফোন করে জানায় আমি আর বার্সেলোনায় থাকতে পারব না।’
এরপর শেষ পর্যন্ত তাকে বার্সেলোনা ছাড়তেই হয়েছিল। এ ব্যাপারে তিনি বলেন, ‘বার্সেলোনা আমাকে পর্যাপ্ত সম্মান দেয়নি। বার্সেলোনা ছেড়ে যাওয়া আমার হাতে ছিল না। আমি কখনোই বার্সেলোনা ছাড়তে চাইনি। বার্সা চাইলেই আমি সেখানে থাকতে পারতাম।’
বার্সেলোনা ছেড়ে ১৯৯৭ সালে ইন্টার মিলানে পাড়ি জমান এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। বার্সেলোনা ছেড়ে আসার আগের মৌসুমে কাতালানদের হয়ে মাত্র ৪৯ ম্যাচে ৪৭ গোল করেছিলেন রোনালদো। এরপর ১৯৯৮ সালের বিশ্বকাপের সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ফাইনালে জিদানের ফ্রান্সের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় ব্রাজিলের। এরপর ২০০২ সালে ইন্টার মিলান ছেড়ে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে।
আর এই জন্য রিয়াল প্রেসিডেন্টকে ধন্যবাদও জানান রোনালদো। বলেন, ‘রিয়াল মাদ্রিদে খেলা আমার স্বপ্ন ছিল। আমি ক্লাব প্রেসিডেন্টকে অনেক ধন্যবাদ জানাই কারণ তিনি আমার ওপর বিশ্বাস রেখেছিলেন। আমি এই ক্লাবকে অনেক বেশি ভালোবাসি। আমি এই ক্লাবে খেলার জন্য অনেক কষ্ট করেছি আর আমি অনেক খুশি যে শেষ পর্যন্ত এই ক্লাবের অংশ হতে পেরেছি।’
রোনালদোর রিয়ালে নাম লেখানোর পেছনে সব থেকে বড় ভূমিকা রাখেন তার জাতীয় দলের সতীর্থ রবার্তো কার্লোস। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি ফুলব্যাকের কারণেই শেষ পর্যন্ত রিয়ালে পাড়ি জমান নাজারিও। তিনি বলেন, ‘রবার্তো আমাকে সব সময় বলত রিয়াল মাদ্রিদ কত বড় ক্লাব। মাদ্রিদ শহর সম্পর্কে, সেখানে থাকতে কেমন লাগে, রিয়াল মাদ্রিদের স্টেডিয়ামে খেলাটা কেমন সব কিছুই বলত আমাকে। মাদ্রিদে খেলাটা অনেক চাপের, তবে অনেক ভালোবাসি সেখানে খেলতে।’
পাঁচ মৌসুম রিয়াল মাদ্রিদে কাটানোর পর ২০০৭ সালে নাম লেখান এসি মিলানে। সেখানে এক মৌসুম খেলে পাড়ি জমান ব্রাজিলে। এরপর ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের হয়ে খেলে ২০১১ সালে অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি ফুটবলার। বর্তমানে লা লিগার প্রথম বিভাগের ক্লাব রিয়াল ভায়োদোলিদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন রোনালদো।
তাড়িয়ে দিয়েছিল বার্সেলোনা বিশ্বসেরা ব্রাজিলিয়ান রোনালদো রিয়াল মাদ্রিদ রোনালদো নাজারিও