Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোচদের দায় দেখছেন না তাসকিন


২৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:৪০

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় দলে থিতু হওয়ার পর থেকে অন্তত ফর্মের জন্য কোনো ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়তে হয়নি। তাসকিন আহমেদ ত্রিদেশীয় সিরিজের পর পুরো শ্রীলঙ্কা সিরিজেই দর্শক হয়ে রইলেন। কোর্টনি ওয়ালশের ক্লাসে আবার ডাক পেয়েছেন, বিশেষ ক্যাম্পও শুরু করে দিয়েছেন। তবে পেসারদের এমন পারফরম্যান্সের জন্য কোচদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন না, নিজের ওপরেই তা নিয়েছেন।

এক মোস্তাফিজুর রহমানকে বাদ দিলে পুরো শ্রীলঙ্কা সিরিজেই পেসাররা নিজেদের হারিয়ে খুঁজেছেন। ওয়ানডে-টেস্টে তাও একটু আশার আলো ছিল, টি-টোয়েন্টি সিরিজে পেসারদের সবাই একেবারেই যেন ছন্নছাড়া। সামনেই আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট, তার আগে পেসারদের জন্য আলাদা ক্যাম্প শুরু করে দিয়েছেন ওয়ালশ। ক্লাবের খেলা না থাকায় আজ সেখানে ঘাম ঝরিয়েছেন তাসকিন-রাহীরা। সেখানেই তাসকিন বলেছেন, কোচদের নয়, সমস্যাটা নিজেদের।

শ্রীলঙ্কা সিরিজে হারের পর কোচদের নিয়ে প্রশ্ন তো উঠেছেই। বিসিবি সভাপতি নাজমুল হাসানও বলে দিয়েছেন, খুব শিগগিরই তারা কোচ আনছেন। কিন্তু বিশেষ করে পেসারদের ব্যর্থতা কি কোচিং কোচের ওপর একটু হলেও বর্তায় না? তাসকিনের ব্যাখ্যা, ‘আসলে নিজেদের স্কিলের সমস্যা আছে। অযথা কোচদের দোষ দিয়ে লাভ নাই। কোচরা ঠিকমতোই পরিকল্পনা করছেন, ঠিক উপদেশ দিচ্ছেন, ঘাটতি আমাদের বোলারদের। এটা আমাদেরই ঠিক করতে হবে। বাড়তি পরিশ্রম করতে হবে। বোলিং অ্যাকশন বা টেকনিকে ঝামেলা আছে কি না-বুঝতে হবে। এখানে সুজন স্যার, ওয়ালশ, রিচার্ড বা সিনিয়র প্লেয়াররা ভালোভাবেই দেখভাল করছেন। নিজেদের ফোকাস আর পরিশ্রম ঠিক করতে পারলেই সব ঠিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

তাসকিন আশাবাদী, এই ক্যাম্পটা তাদের অনেক কাজে দেবে, ‘ফাস্ট বোলারদের নিয়ে এই ক্যাম্পটা খুব ভালো হচ্ছে। কোর্টনি ওয়ালশ প্রতিটা বল আমাদের মার্ক আউট করছেন, বলটা জায়গামতো হচ্ছে কি না। এখানে অ্যাকুরেসি ও ভ্যারিয়েশন নিয়ে অনেক কাজ করা হচ্ছে। গতকাল থেকে শুরু হয়েছে, আজকে সবার পারসেন্টেজ বেটার।’

কাল ওয়ালশ যেমন বলেছিলেন, আজ তাসকিনও বললেন এখানে ধারাবাহিক এক জায়গায় বল করা নিয়েই বেশি কাজ হচ্ছে, ‘এখানে আসলে সবার অ্যাকুরেসিকে প্রাধান্য দেওয়া হচ্ছে। ভ্যারিয়েশন যেমন ইয়র্কার, স্লোয়ার, লেংথ বল, ওয়াইড ইয়র্কার… একেকটা দিন একেকটা জিনিস নিয়ে কাজ করা হচ্ছে।’

কিন্তু তাসকিনের জন্য এখন দলে ফেরা কতটা কঠিন? তাসকিন বলছেন, নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই তার, ‘এমন না আমি ভালো করিনি। গত দুইটা সিরিজ হয়তো খারাপ গেছে। কিন্তু এর আগে নিজেকে প্রমাণ করেছি। হয়তো অ্যাকুরেসিতে ঝামেলা ছিল, ফিটনেসে ঘাটতি ছিল। ইনশাল্লাহ সামনে ঠিক হয়ে যাবে। যেহেতু আমি প্রমাণ করতে পেরেছিলাম, সামনে আরও বেটার শেপে নিজেকে আনার জন্য প্রস্তুতি নিচ্ছি।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর