Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের মাঠে রহমতগঞ্জকে হারিয়ে বিপিএল মিশন শুরু সাইফের


১৪ ফেব্রুয়ারি ২০২০ ২০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গেল ফেডারেশন কাপের রানার্স আপ রহমতগঞ্জ এমএফসিকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মিশন শুরু করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ঢাকা আবাহনীর পর সাইফের হয়ে প্রথম ম্যাচেই জয় পেয়েছে সদ্য নিয়োগ পাওয়া কোচ দ্রাগো মামিচ। ঘরের মাঠে জয় নিয়ে লিগ শুরু করেছে মামিচের দল।

আজ শুক্রবার ময়মনসিংহের রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে হোম ম্যাচে রহমতগঞ্জের সঙ্গে ১-০ ব্যবধানে জয় পেয়েছে সাইফ।

গত মৌসুমে লিগের হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ম্যাচেই ২-১ ব্যবধানে সাইফের কাছে হেরেছিল রহমতগঞ্জ।

এ মৌসুমটা চমক দিয়ে শুরু করেছে পুরান ঢাকার দলটি। দলবদলের পর গোলাম জিলানীর কোচিংয়ে গেল ফেডারেশন কাপে রানার্স আপ হয়েছিল রহমতগঞ্জ। আবাহনী-মোহামেডানকে হারানো এই দলের সবচেয়ে ভয়ংকর হলো রক্ষণভাগ। সেই রক্ষণ ভাঙতে বেগ পেতে হয়েছিল সাইফকেও।

বিজ্ঞাপন

আজ ম্যাচের প্রথমার্ধে রহমতগঞ্জের সেই বাঁধ ভাঙতে পারেনি স্বাগতিক সাইফ। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ফ্রিকিক থেকে ম্যাচের ডেডলক ভাঙেন সাইফের রুয়ান্ডার ডিফেন্ডার এমিরি বায়েসাঙ্গে। তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ।

গত মৌসুমে লিগের পয়েন্ট টেবিলে পাঁচে থেকে শেষ করেছিল সাইফ। রহমতগঞ্জ লিগ শেষ করেছিল দশে থেকে।

বিপিএল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি সাইফ সাইফ স্পোর্টিং ক্লাব